রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত জোটের বড় জয়

- আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 97
পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ ৩৪ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে একচেটিয়া জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। মোট ২৩টি পদের মধ্যে ২০টি পদেই তাদের ঝুলিতে জয় এসেছে। বাকি তিনটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ভিপি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর মোস্তাকুর রহমান জাহিদ, তিনি পেয়েছেন ১২,৬৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ৩,৩৯৭ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার ১১,৫৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত সালমান সাব্বির জয় পান ৬,৯৭১ ভোটে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়।