১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শরিয়ার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন ব্রিটিশ অধ্যাপক

সামিমা এহসানা
  • আপডেট : ১৬ নভেম্বর ২০২২, বুধবার
  • / 32

পুবের কলম, ওয়েব ডেস্ক: গবেষণার সূত্র ধরেই ইসলামের সঙ্গে পরিচয়। এরপরই পাল্টে যায়  যায় অধ্যাপক হেনরি ব্রায়ানের জীবন। ইসলামকে ক্রমশ ভালোবাসতে শুরু করেন হেনরি। আর এরপরই তিনি ইসলাম গ্রহণ করে সর্বসমক্ষে সেকথা স্বীকার করেন। তাঁর এই সিদ্ধান্তে আকাশ থেকে পড়েন তাঁর বন্ধু ও পরিবারের সদস্যরা। পরিবারের কয়েকজন খুশি হয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও হাত ছাড়েন অনেক বন্ধু-বান্ধবী। কিন্তু তাতে বিন্দুমাত্র বিচলিত নন হেনরি।

ইসলাম গ্রহণের পর হেনরি বলেছেন, ‘আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে মুসলিম হওয়ার সুযোগ দিয়েছেন।’

হেনরির ছোটো বোন কেটি শহ্ বলেছেন, দাদার সিদ্ধান্তে তিনি হতবাক, তবে নতুন অ্যাডভেঞ্চারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। অন্যদিকে ছেলের সিদ্ধান্তে খুশি হেনরির মা এমিলি শহ্। তিনি জানিয়েছেন, হেনরির ইসলাম গ্রহন তাঁদের পরিবারের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। তিনি বলেন, ‘আমি আশা করছি, হেনরি তাঁর সিদ্ধান্তের জন্য কখনও অনুশোচনা যেন না করে।’ এমিলি বলেছেন, ছেলের প্রতি তাঁর ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের পূর্ণ সমর্থন থাকবে। হেনরি ব্রায়ান একজন অধ্যাপক, তিনি রিলিজিয়াস স্টাডিজ বিষয়ে গবেষণা করছিলেন। সেখান থেকেই তাঁর পরিচয় ঘটে ইসলামের সঙ্গে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শরিয়ার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন ব্রিটিশ অধ্যাপক

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: গবেষণার সূত্র ধরেই ইসলামের সঙ্গে পরিচয়। এরপরই পাল্টে যায়  যায় অধ্যাপক হেনরি ব্রায়ানের জীবন। ইসলামকে ক্রমশ ভালোবাসতে শুরু করেন হেনরি। আর এরপরই তিনি ইসলাম গ্রহণ করে সর্বসমক্ষে সেকথা স্বীকার করেন। তাঁর এই সিদ্ধান্তে আকাশ থেকে পড়েন তাঁর বন্ধু ও পরিবারের সদস্যরা। পরিবারের কয়েকজন খুশি হয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও হাত ছাড়েন অনেক বন্ধু-বান্ধবী। কিন্তু তাতে বিন্দুমাত্র বিচলিত নন হেনরি।

ইসলাম গ্রহণের পর হেনরি বলেছেন, ‘আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে মুসলিম হওয়ার সুযোগ দিয়েছেন।’

হেনরির ছোটো বোন কেটি শহ্ বলেছেন, দাদার সিদ্ধান্তে তিনি হতবাক, তবে নতুন অ্যাডভেঞ্চারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। অন্যদিকে ছেলের সিদ্ধান্তে খুশি হেনরির মা এমিলি শহ্। তিনি জানিয়েছেন, হেনরির ইসলাম গ্রহন তাঁদের পরিবারের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। তিনি বলেন, ‘আমি আশা করছি, হেনরি তাঁর সিদ্ধান্তের জন্য কখনও অনুশোচনা যেন না করে।’ এমিলি বলেছেন, ছেলের প্রতি তাঁর ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের পূর্ণ সমর্থন থাকবে। হেনরি ব্রায়ান একজন অধ্যাপক, তিনি রিলিজিয়াস স্টাডিজ বিষয়ে গবেষণা করছিলেন। সেখান থেকেই তাঁর পরিচয় ঘটে ইসলামের সঙ্গে।