সহজেই যুদ্ধ থামাতে পারি: পাক-আফগান উত্তেজনা নিয়ে দাবি ট্রাম্পের

- আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, শনিবার
- / 97
পুবের কলম, ওয়েবডেস্ক: আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রমেই বেড়ে চলেছে উত্তেজনা। এই পরিস্থিতিতে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করলেন, এই সংঘাত থামানো তার পক্ষে সহজ। প্রসঙ্গত, এর আগেই ট্রাম্পকে দাবি করতে দেখা গিয়েছিল, ৭টি যুদ্ধ থামিয়েছেন তিনি। ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতেও নিজের কৃতিত্ব দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আর সেই কারণেই তিনি নোবেলের যোগ্য বলে দাবি করেন।
হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। আর সেই বৈঠকের ফাঁকেই ট্রাম্প মন্তব্য করেন, ‘যদি আমাকে এর সমাধান করতে হয়, তবে এটার সমাধান করা আমার পক্ষে সহজ। এর মধ্যেই আমাকে আমেরিকা চালাতে হবে, কিন্তু আমি যুদ্ধ সমাধান করতে ভালোবাসি। জানেন কেন? আমি নরহত্যা করা বন্ধ করতে চাই। আমি লাখ লাখ জীবন বাঁচিয়েছিও।’
এদিকে শুক্রবার সন্ধ্যায় আফগানিস্তানের কান্দাহারে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। উল্লেখ্য, আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহারের মতো গুরুত্বপূর্ণ শহরে বিমান হামলা চালিয়েছে পাক সেনা। পাল্টা জবাবে সীমান্তে হামলা চালিয়েছে আফগান সেনাও। গত বুধবার রীতিমতো যুদ্ধের চেহারা নিয়েছিল সংঘাত। পাক বিমানবাহিনীর হামলায় ১৫ আফগান নিহত হয়। আহত হয় শতাধিক। এরপরও পাকিস্তানের স্পিন বোলদাক সীমান্তচৌকি দখল করে নেয় তালিবানরা। ডুরান্ড লাইনের কাছে পরিত্যক্ত পাকিস্তানি সেনা পোস্ট থেকে উদ্ধার করা পাক সেনাদের খাকি প্যান্ট ও অস্ত্র তালিবান যোদ্ধারা উদ্ধার করে সেগুলি উঁচিয়ে জনসমক্ষে জয়ের নিশানা হিসাবে প্রদর্শন করে।