১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেকারত্বের রেকর্ড চিনে

পুবের কলম,ওয়েবডেস্ক: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চিনে বেকারত্ব বেড়ে গেছে। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত এপ্রিলে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার ছিল ২০.৪ শতাংশ।

করোনা মহামারির কারণে দফায় দফায় বিধিনিষেধের মধ্যে থাকায় চিনের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়েছে। ফলে দেশটির প্রবৃদ্ধি কমে গেছে। এমন পরিস্থিতি থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে চিন।

 চলতি অর্থবছরে ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি। অর্থনীতির চাকা ফের ঘুরতে শুরু করলেও দেশটিতে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে বেকারত্ব।

তথ্য বলছে, চিনে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার গত এপ্রিল মাসে সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে। নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ন্যান্সি কিয়ান বলেন, চিন সরকারের শূন্য-কোভিড নীতির কারণে বেশি ক্ষতি হয়েছে।

২০২১ সালের একটি সমীক্ষায় দেখা গেছে, সাংহাই ও বেইজিংয়ের মতো বড় শহরে সদ্য স্নাতকদের জন্য চাকরিতে প্রতি মাসে গড়ে মাত্র ৭৪৯ মার্কিন ডলার দেওয়া হয়। এই টাকার চাকরিতে পরিবারকে আর্থিক সহযোগিতা করা তরুণদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেলডাঙায় এইচ এম এস পাবলিক স্কুলের শুভ উদ্বোধন, শিক্ষার নতুন দিগন্তের সূচনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেকারত্বের রেকর্ড চিনে

আপডেট : ১ জুন ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চিনে বেকারত্ব বেড়ে গেছে। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত এপ্রিলে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার ছিল ২০.৪ শতাংশ।

করোনা মহামারির কারণে দফায় দফায় বিধিনিষেধের মধ্যে থাকায় চিনের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়েছে। ফলে দেশটির প্রবৃদ্ধি কমে গেছে। এমন পরিস্থিতি থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে চিন।

 চলতি অর্থবছরে ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি। অর্থনীতির চাকা ফের ঘুরতে শুরু করলেও দেশটিতে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে বেকারত্ব।

তথ্য বলছে, চিনে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার গত এপ্রিল মাসে সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে। নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ন্যান্সি কিয়ান বলেন, চিন সরকারের শূন্য-কোভিড নীতির কারণে বেশি ক্ষতি হয়েছে।

২০২১ সালের একটি সমীক্ষায় দেখা গেছে, সাংহাই ও বেইজিংয়ের মতো বড় শহরে সদ্য স্নাতকদের জন্য চাকরিতে প্রতি মাসে গড়ে মাত্র ৭৪৯ মার্কিন ডলার দেওয়া হয়। এই টাকার চাকরিতে পরিবারকে আর্থিক সহযোগিতা করা তরুণদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়।