২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ইউসুফ পাঠানের ‘না’ নিয়ে জল্পনার অবসান, কেন্দ্রের উদ্যেগে তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

চামেলি দাস
  • আপডেট : ১৯ মে ২০২৫, সোমবার
  • / 72

পুবের কলম, ওয়েবডেস্ক:  উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে ইউসুফ পাঠানের না বলা নিয়ে যে জল্পনার অবসান করলেন মুখ্যমন্ত্রী।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “এখন এমন সিস্টেম হয়ে গিয়েছে যে কেন্দ্র দলকেই জানায় না। সংসদীয় দল শুধুমাত্র সংসদ অধিবেশনের সিদ্ধান্ত নিতে পারে, নীতি নির্ধারণ করতে পারে না।”

কেন্দ্রের সর্বদলে প্রতিনিধি পাঠানোর প্রসঙ্গে এ দিন মুখ্যমন্ত্রী বলেন, “কোনও আবেদন আসেনি আমাদের কাছে। যদি আমাদের কাছে আবেদন আসত, তবে আমরা অবশ্যই বিবেচনা করতাম। আমরা দেশের পাশে রয়েছি। আগেও বলেছি, বিদেশনীতিতে আমরা কেন্দ্রের পাশে রয়েছি। এখনও আমরা কেন্দ্রের দৃষ্টিভঙ্গি ও অ্যাকশনকে সমর্থন করছি। কিন্তু ওরা সদস্য নির্ধারণ করে দিতে পারে না। তারা নিজেদের সদস্য বাছাই করতে পারে, কিন্তু অন্য দলের সদস্য ঠিক করে দিতে পারে না। এটা দলের সিদ্ধান্ত। যদি আমায় অনুরোধ করে, তবে আমরা চিন্তাভাবনা করে নাম পাঠাব।”

আরও পড়ুন: সীমান্তে নজরদারি বাড়াতে এবং বর্ষার বিপর্যয় রুখতে প্রশাসনকে সতর্কতার বার্তা দিলেন মমতা

মুখ্যমন্ত্রী  স্পষ্ট করে দেন যে কেন্দ্রের এই উদ্যোগকে বয়কট করা হচ্ছে না। তিনি বলেন, “আমরা বয়কট করছি, এটা বলা ঠিক নয়। এটা ভুল। সংসদীয় দল সংসদের বিষয় নিয়ে আলোচনা করে, সিদ্ধান্ত নেয়। সেটাও দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়। লোকসভা-রাজ্যসভার চেয়ারম্যান আমি। অথচ আমাদের কখনও জানানো হয় না। আমাদের জানালে অবশ্যই জানাব।”

আরও পড়ুন: ভেজাল ওষুধ নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউসুফ পাঠানের ‘না’ নিয়ে জল্পনার অবসান, কেন্দ্রের উদ্যেগে তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপডেট : ১৯ মে ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে ইউসুফ পাঠানের না বলা নিয়ে যে জল্পনার অবসান করলেন মুখ্যমন্ত্রী।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “এখন এমন সিস্টেম হয়ে গিয়েছে যে কেন্দ্র দলকেই জানায় না। সংসদীয় দল শুধুমাত্র সংসদ অধিবেশনের সিদ্ধান্ত নিতে পারে, নীতি নির্ধারণ করতে পারে না।”

কেন্দ্রের সর্বদলে প্রতিনিধি পাঠানোর প্রসঙ্গে এ দিন মুখ্যমন্ত্রী বলেন, “কোনও আবেদন আসেনি আমাদের কাছে। যদি আমাদের কাছে আবেদন আসত, তবে আমরা অবশ্যই বিবেচনা করতাম। আমরা দেশের পাশে রয়েছি। আগেও বলেছি, বিদেশনীতিতে আমরা কেন্দ্রের পাশে রয়েছি। এখনও আমরা কেন্দ্রের দৃষ্টিভঙ্গি ও অ্যাকশনকে সমর্থন করছি। কিন্তু ওরা সদস্য নির্ধারণ করে দিতে পারে না। তারা নিজেদের সদস্য বাছাই করতে পারে, কিন্তু অন্য দলের সদস্য ঠিক করে দিতে পারে না। এটা দলের সিদ্ধান্ত। যদি আমায় অনুরোধ করে, তবে আমরা চিন্তাভাবনা করে নাম পাঠাব।”

আরও পড়ুন: সীমান্তে নজরদারি বাড়াতে এবং বর্ষার বিপর্যয় রুখতে প্রশাসনকে সতর্কতার বার্তা দিলেন মমতা

মুখ্যমন্ত্রী  স্পষ্ট করে দেন যে কেন্দ্রের এই উদ্যোগকে বয়কট করা হচ্ছে না। তিনি বলেন, “আমরা বয়কট করছি, এটা বলা ঠিক নয়। এটা ভুল। সংসদীয় দল সংসদের বিষয় নিয়ে আলোচনা করে, সিদ্ধান্ত নেয়। সেটাও দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়। লোকসভা-রাজ্যসভার চেয়ারম্যান আমি। অথচ আমাদের কখনও জানানো হয় না। আমাদের জানালে অবশ্যই জানাব।”

আরও পড়ুন: ভেজাল ওষুধ নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে, নির্দেশ মুখ্যমন্ত্রীর