বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ঈশ্বরকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

- আপডেট : ২২ অক্টোবর ২০২৫, বুধবার
- / 49
পুবের কলম, ওয়েবডেস্ক: কেরলে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে শবরীমালা মন্দিরে যাওয়ার পথে প্রামাদম স্টেডিয়ামে অবতরণের সময় তাঁর হেলিকপ্টার ভারসাম্য হারায়। অতিরিক্ত ভারে হেলিপ্যাডের একাংশ ভেঙে পড়ায় বেসামাল হয়ে যায় কপ্টারটি। তবে পাইলটের দক্ষতা ও দমকল-পুলিশের তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়। ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা হাত দিয়ে ঠেলে কপ্টারটি নিরাপদ স্থানে সরিয়ে নেন।
ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ঈশ্বরকে ধন্যবাদ। কেরল সফরে আজ সকালে বড় দুর্ঘটনা থেকে বেঁচেছেন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর দীর্ঘায়ু কামনা করি।” রাষ্ট্রপতি চার দিনের সফরে মঙ্গলবার সন্ধ্যায় কেরলে পৌঁছেছিলেন। তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার।