ব্ল্যাক প্যান্থার্সের সংবর্ধনা মহামেডানকে, ক্লাবের সংবর্ধনায় থাকতে পারেন মুখ্যমন্ত্রী

- আপডেট : ২১ নভেম্বর ২০২১, রবিবার
- / 13
পুবের কলম ওয়েবডেস্ক: ৪০ বছর পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান স্পোর্টিং। ক্লাব জুড়ে তাই খুশির হাওয়া। সেই হাওয়ায় শামিল মহামেডানের সমর্থকরাও। শনিবার, মহামেডানের অফিসিয়াল ফ্যান ক্লাব ব্ল্যাক প্যান্থার্সের তরফ থেকে ক্লাব কর্তা,সাপোর্ট স্টাফ ও মালীদের সংবর্ধনা জানানো হলো। ওরা চেয়েছিলেন’ সাড়ম্বরে ঘটা করে ক্লাবকে সংবর্ধনা জানাতে। কিন্তু কোভিড পরিস্থিতিতে সেটা সম্ভব না হওয়ায় অন্যভাবে করোনা বিধি মেনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ক্লাবেই সংবর্ধনা জানানো হলো সবাইকে। ফ্যান ক্লাব ব্ল্যাক প্যান্থার্সের তরফ থেকে মাকসুদ আলম, নাসিম বাহারুল, নাজিমুলরা সবাইকে পুষ্পস্তবক দিয়ে বরণ করেন। সঙ্গে ছিল মিষ্টি খাওয়ানোর পালা।
ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে কয়েক দিনের মধ্যেই ক্লাবের ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ সকলকে একটি বিরাট সংবর্ধনা দেওয়া হবে। সেই সংবর্ধনায় উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।