০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘ডেল্টা ভ্যারিয়েন্ট’ আরও বেশি ভয়ঙ্কর: অক্সফোর্ড অধ্যাপক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ জুন ২০২১, মঙ্গলবার
  • / 20

আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে কোভিডের ভারতীয় ধরন ডেল্টা, আগস্টের মধ্যেই ছড়িয়ে পড়ার আশঙ্কা: WHO

পুবের কলম, ওয়েবডেস্ক: মডেলিং প্রসেস ব্যবহার করেই জানা গেছে, ইউরোপে সংক্রমণ ঘটাতে চলেছে ডেল্টা ভ্যারিয়েন্ট। অধ্যাপক পিটার হর্বির কথায়, ‍‌‌‌‌‌‌’ডেল্টা ভ্যারিয়েন্টের মডেলিং করে বোঝা গেছে এটি আরও সংক্রামক একটি স্ট্রেন যা ইউরোপে  ছড়িয়ে পড়বে এবং এটিকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে উঠবে।’

করোনার বিবর্তিত রূপ ডেল্টা ভ্যারিয়েন্ট যেন এক আতঙ্কের নাম। করোনা ভাইরাসের এই নতুন ধরণটির ভয়ে এখন কাঁপছে সারা বিশ্ব। এই ভ্যারিয়েন্ট সম্পর্কে বেশি কিছু বলতে পারছেন না বিজ্ঞানীরাও। তাই হয়তো এটিকে ঠেকাতে গিয়ে নাস্তানাবুদ হতে হচ্ছে বিশ্বের বহু দেশকে। এই সংটকময় পরিস্থিতির মধ্যেই এবার ইউরোপের জন্য আশঙ্কার খবর শোনালেন ব্রিটেনের এক স্বাস্থ্য বিশেষজ্ঞ। ব্রিটেনের নিউ অ্যান্ড এমার্জিং রেসপিরেটরি ভাইরাস থ্রেটস গ্রুপের চেয়ারম্যান ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যার পিটার হর্বি জানিয়েছেন, আগামীতে করোনার বি.১.৬১৭.২ ভ্যারিয়েন্টটি ইউরোপেও ছড়িয়ে পড়বে। কোনও অনুমানের ভিত্তিতে তিনি এই কথা বলেননি। অতীতে ব্রিটেনের কেন্ট শহরে প্রথম শনাক্ত হওয়া আল্ফা ভ্যারিয়েন্টের মডেলিং দেখে বিজ্ঞানীরা এর সংক্রমণের গতি সম্পর্কে অবহিত হয়েছিলেন। ঠিক একইভাবে সেই মডেলিং প্রসেস ব্যবহার করেই জানা গেছে, ইউরোপে সংক্রমণ ঘটাতে চলেছে ডেল্টা ভ্যারিয়েন্ট। পিটার হর্বির কথায়, ‍‌‌‌‌‌‌’ডেল্টা ভ্যারিয়েন্টের মডেলিং করে বোঝা গেছে এটি আরও সংক্রামক একটি স্ট্রেন যা ইউরোপে  ছড়িয়ে পড়বে এবং এটিকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে উঠবে।’

ব্রিটিশ অধ্যাপকের এই চিন্তার সঙ্গত কারণও রয়েছে। এর আগে সীমান্তে সুরক্ষা ও কড়াকড়ি কম করে দিয়ে দেশে ডেল্টা ভ্যারিয়েন্টকে ঢুকতে দেওয়ায় ব্রিটিশ সরকারকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ের পরই ব্রিটেন তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রসারিত করে। এ বিষয়ে অধ্যাপক হর্বিকে প্রশ্ন করা হলে জানান, ডেল্টা ভ্যারিয়েন্ট যা প্রথম ভারতেই দেখা দেয় পরবর্তীতে তা ব্রিটেনে  ছড়াতে শুরু করে। তাঁর কথায়, ‍‌‌‌‌‌‌’আমি মনে করি এটা হওয়ার কারণ হল সীমানা বন্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব টেড্রস আধানম ঘেব্রিয়াসুস জানান, ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বিশ্বের ৮৫টি দেশে দেখা দিয়েছে। তিনি এও জানান যে, করোনার এই ধরণটিই বিশ্বের সবচেয়ে বেশি ভয়ানক এবং সবকটি ধরণের চেয়ে বেশি সংক্রামক।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ডেল্টা ভ্যারিয়েন্ট’ আরও বেশি ভয়ঙ্কর: অক্সফোর্ড অধ্যাপক

আপডেট : ২৯ জুন ২০২১, মঙ্গলবার

আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে কোভিডের ভারতীয় ধরন ডেল্টা, আগস্টের মধ্যেই ছড়িয়ে পড়ার আশঙ্কা: WHO

পুবের কলম, ওয়েবডেস্ক: মডেলিং প্রসেস ব্যবহার করেই জানা গেছে, ইউরোপে সংক্রমণ ঘটাতে চলেছে ডেল্টা ভ্যারিয়েন্ট। অধ্যাপক পিটার হর্বির কথায়, ‍‌‌‌‌‌‌’ডেল্টা ভ্যারিয়েন্টের মডেলিং করে বোঝা গেছে এটি আরও সংক্রামক একটি স্ট্রেন যা ইউরোপে  ছড়িয়ে পড়বে এবং এটিকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে উঠবে।’

করোনার বিবর্তিত রূপ ডেল্টা ভ্যারিয়েন্ট যেন এক আতঙ্কের নাম। করোনা ভাইরাসের এই নতুন ধরণটির ভয়ে এখন কাঁপছে সারা বিশ্ব। এই ভ্যারিয়েন্ট সম্পর্কে বেশি কিছু বলতে পারছেন না বিজ্ঞানীরাও। তাই হয়তো এটিকে ঠেকাতে গিয়ে নাস্তানাবুদ হতে হচ্ছে বিশ্বের বহু দেশকে। এই সংটকময় পরিস্থিতির মধ্যেই এবার ইউরোপের জন্য আশঙ্কার খবর শোনালেন ব্রিটেনের এক স্বাস্থ্য বিশেষজ্ঞ। ব্রিটেনের নিউ অ্যান্ড এমার্জিং রেসপিরেটরি ভাইরাস থ্রেটস গ্রুপের চেয়ারম্যান ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যার পিটার হর্বি জানিয়েছেন, আগামীতে করোনার বি.১.৬১৭.২ ভ্যারিয়েন্টটি ইউরোপেও ছড়িয়ে পড়বে। কোনও অনুমানের ভিত্তিতে তিনি এই কথা বলেননি। অতীতে ব্রিটেনের কেন্ট শহরে প্রথম শনাক্ত হওয়া আল্ফা ভ্যারিয়েন্টের মডেলিং দেখে বিজ্ঞানীরা এর সংক্রমণের গতি সম্পর্কে অবহিত হয়েছিলেন। ঠিক একইভাবে সেই মডেলিং প্রসেস ব্যবহার করেই জানা গেছে, ইউরোপে সংক্রমণ ঘটাতে চলেছে ডেল্টা ভ্যারিয়েন্ট। পিটার হর্বির কথায়, ‍‌‌‌‌‌‌’ডেল্টা ভ্যারিয়েন্টের মডেলিং করে বোঝা গেছে এটি আরও সংক্রামক একটি স্ট্রেন যা ইউরোপে  ছড়িয়ে পড়বে এবং এটিকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে উঠবে।’

ব্রিটিশ অধ্যাপকের এই চিন্তার সঙ্গত কারণও রয়েছে। এর আগে সীমান্তে সুরক্ষা ও কড়াকড়ি কম করে দিয়ে দেশে ডেল্টা ভ্যারিয়েন্টকে ঢুকতে দেওয়ায় ব্রিটিশ সরকারকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ের পরই ব্রিটেন তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রসারিত করে। এ বিষয়ে অধ্যাপক হর্বিকে প্রশ্ন করা হলে জানান, ডেল্টা ভ্যারিয়েন্ট যা প্রথম ভারতেই দেখা দেয় পরবর্তীতে তা ব্রিটেনে  ছড়াতে শুরু করে। তাঁর কথায়, ‍‌‌‌‌‌‌’আমি মনে করি এটা হওয়ার কারণ হল সীমানা বন্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব টেড্রস আধানম ঘেব্রিয়াসুস জানান, ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বিশ্বের ৮৫টি দেশে দেখা দিয়েছে। তিনি এও জানান যে, করোনার এই ধরণটিই বিশ্বের সবচেয়ে বেশি ভয়ানক এবং সবকটি ধরণের চেয়ে বেশি সংক্রামক।