বিশ্বজুড়ে পবিত্র ঈদ উদ্যাপন
- আপডেট : ২ মে ২০২২, সোমবার
- / 40
New Delhi: Muslims offer namaz at the historic Jama Masjid on the occasion of Eid-al-Fitr, in New Delhi on Saturday, June 16, 2018. (PTI Photo) (PTI6_16_2018_000042B)
বিশেষ প্রতিবেদন: যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদ্যাপন করল মধ্যপ্রাচ্য-সহ বিশ্বের বহু দেশ। দীর্ঘ দুই বছর পর এই প্রথম বিনা লকডাউনে খোলামেলা ও স্বাভাবিক ঈদ পালন করলেন মুসলিমরা। ঈদে নানা রঙের পোশাকে সাজতে দেখা যায় শিশুদের, হাতে তাদের চকোলেট, রঙিন বেলুন। সউদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, কুয়েত, জর্ডন, মরক্কো, মাস্কট, ইয়েমেন, সুদান, মিশর, তিউনিসিয়া, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন ও তুরস্ক একই দিনে ঈদ উদ্যাপন করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও ঈদ উদ্যাপিত হয়েছে। সোমবার সকালে এসব দেশের মুসল্লিরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামায আদায় করেছেন। গত শনিবার সউদির আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। যার কারণে রবিবার রমযান মাসের ৩০তম দিন পূর্ণ হয়। আর সোমবার দেশগুলিতে খুশির ঈদ উদ্যাপিত হল। এ দিকে অস্ট্রেলিয়ার সিডনিতে ঈদের নামায আদায় করেন অনেকে। ল্যাকাম্বার মসজিদে জড়ো হতে দেখা যায় মুসল্লিদের। সোমবার ইউরোপের ইতালি, ব্রিটেন, আমেরিকা ও কানাডাতেও ঈদ-উল-ফিতর উদ্যাপিত হয়েছে। প্রতিবারের মতো এবারও মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের নেতা-মন্ত্রীরা।



























