পুবের কলম প্রতিবেদক: মঙ্গলবার সউদি আরবের কোথাও রমযানের চাঁদ দেখা যায়নি। যার অর্থ আরবে শাবান মাসের ৩০ দিন সম্পূর্ণ হবে। ২৩ মার্চ সেখানে প্রথম রোযা পালিত হবে। এমনটাই খবর গাল্ফ নিউজ, খালিজ টাইমস সহ আরবের একাধিক দৈনিকের। বুধবার দিবাগত রাতে মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে তারাবির নামায আদায় করা হবে। ওই রাতের শেষ প্রহরে সেহরি খেয়ে বৃহস্পতিবার ২৩ মার্চ প্রথম রোজা হবে সেখানে। সউদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিশর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। সাধারণত সউদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর ভারত ও বাংলাদেশে রোজা শুরু হয়। সেই হিসাবে এখানে রোজা অনুষ্ঠিত হবে শুক্রবার। বৃহস্পতিবার হবে তারাবির নামায।
০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বৃহস্পতিবার থেকে রোজা সউদিতে
-
সুস্মিতা - আপডেট : ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার
- 73
ট্যাগ :
Fasting in Saudi from Thursday
সর্বধিক পাঠিত























