গাজার উপরিভাগ বোমামুক্ত করতে সময় লাগবে ৩০ বছর, বলছে রিপোর্ট
- আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 159
পুবের কলম ওয়েবডেস্ক: গাজা উপত্যকার উপরিভাগ থেকে অবিস্ফোরিত বোমা ও অস্ত্র সরাতে ২০ থেকে ৩০ বছর সময় লাগতে পারে, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন (Humanity & Inclusion)। সংস্থার বিস্ফোরক নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ নিক অর গাজাকে ‘ভয়াবহ মাইনফিল্ড’ বলে বর্ণনা করে বলেন, ইসরায়েলের টানা বোমা হামলায় গোটা অঞ্চল এখন প্রাণঘাতী ফাঁদের মতো হয়ে উঠেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত দুই বছরে ইসরায়েলি আক্রমণে গাজার বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে থাকা অবিস্ফোরিত অস্ত্রের কারণে ৫৩ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। নিক অর আরও জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের শহরগুলোর মতোই গাজার পরিস্থিতি— যেখানে প্রতিটি ধ্বংসস্তূপের নিচে মৃত্যু লুকিয়ে আছে।
তিনি অভিযোগ করেন, বোমা অপসারণে নিয়োজিত সংস্থাগুলোকে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো কাজের অনুমতি বা প্রয়োজনীয় সরঞ্জাম আমদানি করার অনুমোদন দেয়নি।
এদিকে, যুদ্ধবিরতির ঘোষণার পরও ইসরায়েলের বিরুদ্ধে একাধিকবার চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।




























