০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গুজরাটে কাজে গিয়ে নিখোঁজ সন্দেশখালীর যুবক

সুস্মিতা
  • আপডেট : ৩১ জুলাই ২০২৩, সোমবার
  • / 74

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ সুন্দরবনের যুবক। নিখোঁজ হয়েছে বছর তেইশের যুবক তপোব্রত মণ্ডল। বসিরহাটের সন্দেশখালি থানার কোরাকাটি গ্রাম পঞ্চায়েতের কোরাকাটি গ্রামের বাসিন্দা ওই যুবক।

জানা গিয়েছে, সুব্রত মন্ডলের ছেলে তপোব্রত বেশ কিছুদিন আগে আইটিআই পাশ করে। তারপর চলতি মাসের ১৮ তারিখে গুজরাটের আমেদাবাদে একটি নামী বহুজাতিক বেসরকারি সংস্থায় চাকরির সুবাদে বাড়ি থেকে রওনা দেয়। ২০ তারিখ গুজরাটের আমেদাবাদ গিয়ে পৌঁছায় ওই যুবক। তারপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ। তার আর কোনরকম খোঁজ পাওয়া যায়নি বলে অভিযোগ। যুবকের খোঁজ না পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে গোটা পরিবার।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত: মৃত্যু ১৮, তৎপর রাজ্য প্রশাসন

স্থানীয় জনপ্রতিনিধি প্রণব রায় সহ ওই যুবকের জেঠতুতো দাদা কৌশিক মন্ডল সহ মোট তিনজন আমেদাবাদ গিয়ে পৌঁছায়। সেখানে পৌঁছে ওই বেসরকারি কোম্পানির সাথে যোগাযোগ করা হলেও তারা ওই যুবকের ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি। এমনকি আমেদাবাদের সংশ্লিষ্ট থানায় তপোব্রত মণ্ডলের নিখোঁজের অভিযোগ করতে গেলে সেই থানাও পরিবারের সদস্যদের অভিযোগ নেয়নি।

আরও পড়ুন: আমদাবাদ বিমান দুর্ঘটনার জের, ড্রিমলাইনারের সমস্ত পরিষেবা বন্ধ রাখার চিন্তা কেন্দ্রের

পরিবারের সদস্যদের অভিযোগ, একটার পর একটা থানায় তাদের ঘোরানো হয়। কিন্তু তাদের অভিযোগ নেওয়া হয়নি। এমনকি তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। বাধ্য হয়ে সেখান থেকে ফিরে আসে তার পরিবারের সদস্যরা। ফিরে এসে অবশেষে নিখোঁজের অভিযোগ দায়ের করে সন্দেশখালি থানায়।

আরও পড়ুন: ভেঙে পড়া বিমানে মৃত্যু গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

নিখোঁজ যুবকের বাবা সুব্রত মন্ডল বলেন, “আমরা ইতিমধ্যে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেছি। আমরা চাইছি পুলিশ তদন্ত করে অবিলম্বে আমার ছেলেকে ফেরানোর ব্যবস্থা করুক।” গোটা ঘটনায় আতঙ্কে রয়েছে নিখোঁজ যুবকের পরিবার।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুজরাটে কাজে গিয়ে নিখোঁজ সন্দেশখালীর যুবক

আপডেট : ৩১ জুলাই ২০২৩, সোমবার

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ সুন্দরবনের যুবক। নিখোঁজ হয়েছে বছর তেইশের যুবক তপোব্রত মণ্ডল। বসিরহাটের সন্দেশখালি থানার কোরাকাটি গ্রাম পঞ্চায়েতের কোরাকাটি গ্রামের বাসিন্দা ওই যুবক।

জানা গিয়েছে, সুব্রত মন্ডলের ছেলে তপোব্রত বেশ কিছুদিন আগে আইটিআই পাশ করে। তারপর চলতি মাসের ১৮ তারিখে গুজরাটের আমেদাবাদে একটি নামী বহুজাতিক বেসরকারি সংস্থায় চাকরির সুবাদে বাড়ি থেকে রওনা দেয়। ২০ তারিখ গুজরাটের আমেদাবাদ গিয়ে পৌঁছায় ওই যুবক। তারপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ। তার আর কোনরকম খোঁজ পাওয়া যায়নি বলে অভিযোগ। যুবকের খোঁজ না পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে গোটা পরিবার।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত: মৃত্যু ১৮, তৎপর রাজ্য প্রশাসন

স্থানীয় জনপ্রতিনিধি প্রণব রায় সহ ওই যুবকের জেঠতুতো দাদা কৌশিক মন্ডল সহ মোট তিনজন আমেদাবাদ গিয়ে পৌঁছায়। সেখানে পৌঁছে ওই বেসরকারি কোম্পানির সাথে যোগাযোগ করা হলেও তারা ওই যুবকের ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি। এমনকি আমেদাবাদের সংশ্লিষ্ট থানায় তপোব্রত মণ্ডলের নিখোঁজের অভিযোগ করতে গেলে সেই থানাও পরিবারের সদস্যদের অভিযোগ নেয়নি।

আরও পড়ুন: আমদাবাদ বিমান দুর্ঘটনার জের, ড্রিমলাইনারের সমস্ত পরিষেবা বন্ধ রাখার চিন্তা কেন্দ্রের

পরিবারের সদস্যদের অভিযোগ, একটার পর একটা থানায় তাদের ঘোরানো হয়। কিন্তু তাদের অভিযোগ নেওয়া হয়নি। এমনকি তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। বাধ্য হয়ে সেখান থেকে ফিরে আসে তার পরিবারের সদস্যরা। ফিরে এসে অবশেষে নিখোঁজের অভিযোগ দায়ের করে সন্দেশখালি থানায়।

আরও পড়ুন: ভেঙে পড়া বিমানে মৃত্যু গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

নিখোঁজ যুবকের বাবা সুব্রত মন্ডল বলেন, “আমরা ইতিমধ্যে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেছি। আমরা চাইছি পুলিশ তদন্ত করে অবিলম্বে আমার ছেলেকে ফেরানোর ব্যবস্থা করুক।” গোটা ঘটনায় আতঙ্কে রয়েছে নিখোঁজ যুবকের পরিবার।