হজ উমরায় বেশি করে যেতে হবে: সিদ্দিকুল্লাহ

- আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার
- / 53

উদ্বোধন অনুষ্ঠানে সিদ্দিকুল্লাহ চৌধুরি, আহমদ হাসান ইমরান, হাজি নৌসাদ আলি, রাজেন্দ্র সিং, মোকতার আলি, উমর আওয়ায়েস।
পুবের কলম প্রতিবেদক: কলকাতায় ‘ইউসুফ ট্যুরস এন্ড ট্রাভেলস’-এর যাত্রা শুরু হল। শুক্রবার খিদিরপুরের মনসাতলা লেন-এর ‘গ্রান্ড ফ্যান্সি’ বিল্ডিংয়ের তৃতীয় তলে সংস্থার কার্যালয়ের সূচনা হল আনুষ্ঠানিকভাবে।
মূলত হজ ও উমরা-জিয়ারত-এর উদ্দেশ্যেই সূচনা হল কলকাতার এই কার্যালয়ের। এদিন উমরার জন্য এই সংস্থা তিনটি আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করে। প্রথম প্যাকেজ ৯০ হাজার টাকার। এর মধ্যে রয়েছে কলকাতা-জেদ্দা বিমান ভাড়া, বিমা, মক্কা-মদিনার ১২০০ এবং ২০০ মিটারের মধ্যে ৪ স্টার হোটেলে থাকার ব্যবস্থা, ৩ বার খাবার সরবরাহ, লন্ড্রি, ৫ লিটার জমজম, যাতায়াত সহ দ্রষ্টব্য স্থান সফর করার সু-ব্যবস্থা। এছাড়াও ১৫দিনের অন্যান্য প্যাকেজের ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি, পুবের কলম-এর সম্পাদক ও সাবেক সাংসদ আহমদ হাসান ইমরান, সমাজসেবী রাজেন্দ্র সিং, হাজী ফাউন্ডেশনের কর্ণধার মোকতার আলি প্রমুখ।
এছাড়া ছিলেন সংস্থার কর্ণধার জনাব হাজী নৌসাদ আলি এবং জনাব উমর আওয়ায়েস প্রমুখ।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টরা হজের গুরুত্বের আলোকপাত করেন, একই সঙ্গে এই সংস্থার ঘোষিত হজ ও উমরাহ পরিষেবার প্রশংসা করেন তাঁরা।
সংস্থার কর্ণধার হাজি নৌসাদ আলি বলেন, এই কার্যালয় সোমবার ছাড়া সব দিন সকাল ১১টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে। হজ ও উমরাতে যাওয়ার জন্য খাওয়া-দাওয়া সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।