০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাশে দাঁড়ানো বন্ধুদের ভুলব না: এরদোগান

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
  • / 74

পুবের কলম ওয়েবডেস্ক: শক্তিশালী ভূমিকম্পের পর অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য বিশ্ববাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগানন। এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘এই মহাদুর্যোগের সময় যারা আমাদের পাশে রয়েছেন তাদেরকে কখনই ভুলব না।’ দুবাইয়ের এক শীর্ষ সম্মেলনে পাঠানো ভিডিয়ো বার্তায় এরদোগান বলেন, ‘শক্তিশালী ভূমিকম্পের পর ধ্বংসাবশেষ থেকে ৮ হাজারেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত আহত ৮১ হাজার লোককে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’ প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি আবারও সব ভ্রাতৃপ্রতিম দেশগুলোকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের জাতির জন্য দিনরাত সাহায্য সংগ্রহ করছে। আমাদের অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টাকে সমর্থন করছে এবং প্রার্থনায় আমাদের ভুলে যায়নি।’ এরদোগানের কথায়, ‘মানব ইতিহাসের এই বড় প্রাকৃতিক দুর্যোগের সময়, এই অন্ধকার দিনে আপনারা যে বন্ধুত্ব দেখিয়েছেন তা কখনই ভুলব না। এদিকে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন কমপক্ষে ৩০ হাজার উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপের ভিতর থেকে প্রাণের সাড়া পেলেই ছুটছেন তারা। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই হতাশ হতে হচ্ছে তাদের।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে নতুন কোনও সাইকস-পাইকট চুক্তি নয়: এরদোগান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাশে দাঁড়ানো বন্ধুদের ভুলব না: এরদোগান

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: শক্তিশালী ভূমিকম্পের পর অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য বিশ্ববাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগানন। এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘এই মহাদুর্যোগের সময় যারা আমাদের পাশে রয়েছেন তাদেরকে কখনই ভুলব না।’ দুবাইয়ের এক শীর্ষ সম্মেলনে পাঠানো ভিডিয়ো বার্তায় এরদোগান বলেন, ‘শক্তিশালী ভূমিকম্পের পর ধ্বংসাবশেষ থেকে ৮ হাজারেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত আহত ৮১ হাজার লোককে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’ প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি আবারও সব ভ্রাতৃপ্রতিম দেশগুলোকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের জাতির জন্য দিনরাত সাহায্য সংগ্রহ করছে। আমাদের অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টাকে সমর্থন করছে এবং প্রার্থনায় আমাদের ভুলে যায়নি।’ এরদোগানের কথায়, ‘মানব ইতিহাসের এই বড় প্রাকৃতিক দুর্যোগের সময়, এই অন্ধকার দিনে আপনারা যে বন্ধুত্ব দেখিয়েছেন তা কখনই ভুলব না। এদিকে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন কমপক্ষে ৩০ হাজার উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপের ভিতর থেকে প্রাণের সাড়া পেলেই ছুটছেন তারা। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই হতাশ হতে হচ্ছে তাদের।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে নতুন কোনও সাইকস-পাইকট চুক্তি নয়: এরদোগান