যুদ্ধবিরতি চুক্তি হলেও চলছে ইসরাইলি হামলা, গাজায় যাত্রীবাহী বাসে বোমা হামলা আইডিএফের

- আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 212
পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইল-হামাস যুদ্ধবিরতি চুক্তি হলেও হামলা ও বর্বরতা থামেনি তেল আবিবের। এবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ফের হামলা চালাল ইসরাইলি সেনারা। শুক্রবার গাজা সিটির দক্ষিণে জায়তুন এলাকার সালাহ আল-দিন স্ট্রিটের কাছে যাত্রীবোঝাই একটি বাসে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় একটি বাসে হামলা চালানো হয়। এ সময় বাসটিতে ১০ জন যাত্রী ছিল। আইডিএফ-এর এই হামলায় বহু যাত্রী হতাহত হয়েছেন। ওই এলাকায় লাগাতার হামলার কারণে বাকিদের উদ্ধার করা যায়নি। প্রসঙ্গত, গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইলের হামলা থেমে নেই। এসব হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা। সেই সঙ্গে মিশরের সঙ্গে গাজার সীমান্তের রাফা ক্রসিং এখনও খুলে দেয়নি ইসরাইলের সামরিক বাহিনী। তারা বাকি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছে। হামাস বলেছে, তাদের কাছে থাকা সব মরদেহ ফেরত পাঠানো হয়েছে। বাকিরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় খুঁজে বের করে ফেরত পাঠানো হবে। গাজায় ভবনের ধ্বংসস্তূপে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি চাপা পড়ে আছেন, যাদের কোনো খোঁজ মিলছে না। এ অবস্থায় হামাস ইসরাইলের কাছে মরদেহ ফেরত দেওয়ার জন্য সময় চেয়েছে।
এদিকে যুদ্ধবিরতি চুক্তি অনুসারে গাজা ও মিশরের সাথে সংযোগকারী রাফাহ ক্রসিংটি খুলে দেয়ার জন্য ইসরাইলকে চাপ দিতে মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। রাষ্ট্রসংঘ জানিয়েছে, যুদ্ধবিরতির এক সপ্তাহ পরও গাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইসরাইলের বাধার সম্মুখীন হচ্ছে।