২১ মে ২০২৫, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ সফরে ইতালির প্রধানমন্ত্রী

আবুল খায়ের
  • আপডেট : ২০ মে ২০২৫, মঙ্গলবার
  • / 51

পুবের কলম, ওয়েব ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে চলতি বছরের আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দুই দেশের কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরটি সফল করতে সংশ্লিষ্ট দফতরগুলিতে চূড়ান্ত প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, মে মাসের শুরুতেই ঢাকায় আসেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। ৫ মে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বৈধ উপায়ে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেওয়ার পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে যৌথ উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: আইএমএফের ঋণ পাচ্ছে বাংলাদেশ

উভয় পক্ষই নিরাপদ ও নিয়ন্ত্রিত অভিবাসন, মানবপাচার রোধ এবং পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে মত বিনিময় করেন। ঢাকার সঙ্গে রোমের সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষ। সেই প্রেক্ষিতেই মাত্তেও জানান, আগামী সেপ্টেম্বরের আগেই প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর সম্পন্ন হবে।

আরও পড়ুন: আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব কার্যক্রমে নিষেধাজ্ঞা

বৈঠকে ড. ইউনূস বলেন, তইতালিতে বসবাসকারী বাংলাদেশিরা দেশটির প্রতি কৃতজ্ঞ। তাঁরাও ইতালির সুযোগ-সুবিধায় সন্তুষ্ট।দ তিনি আরও জানান, গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে তাঁর বৈঠক হয়েছে, যেখানে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে ইতালির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তারা আগ্রহী।

আরও পড়ুন: বাংলাদেশে আওয়ামি লিগের কার্যক্রম নিষিদ্ধ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশ সফরে ইতালির প্রধানমন্ত্রী

আপডেট : ২০ মে ২০২৫, মঙ্গলবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে চলতি বছরের আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দুই দেশের কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরটি সফল করতে সংশ্লিষ্ট দফতরগুলিতে চূড়ান্ত প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, মে মাসের শুরুতেই ঢাকায় আসেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। ৫ মে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বৈধ উপায়ে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেওয়ার পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে যৌথ উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: আইএমএফের ঋণ পাচ্ছে বাংলাদেশ

উভয় পক্ষই নিরাপদ ও নিয়ন্ত্রিত অভিবাসন, মানবপাচার রোধ এবং পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে মত বিনিময় করেন। ঢাকার সঙ্গে রোমের সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষ। সেই প্রেক্ষিতেই মাত্তেও জানান, আগামী সেপ্টেম্বরের আগেই প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর সম্পন্ন হবে।

আরও পড়ুন: আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব কার্যক্রমে নিষেধাজ্ঞা

বৈঠকে ড. ইউনূস বলেন, তইতালিতে বসবাসকারী বাংলাদেশিরা দেশটির প্রতি কৃতজ্ঞ। তাঁরাও ইতালির সুযোগ-সুবিধায় সন্তুষ্ট।দ তিনি আরও জানান, গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে তাঁর বৈঠক হয়েছে, যেখানে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে ইতালির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তারা আগ্রহী।

আরও পড়ুন: বাংলাদেশে আওয়ামি লিগের কার্যক্রম নিষিদ্ধ