জোহরান মামদানিকে ফোন করে প্রশংসা বারাক ওবামার
- আপডেট : ২ নভেম্বর ২০২৫, রবিবার
- / 115
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানিকে ফোন করে তাঁর নির্বাচনী প্রচারণার প্রশংসা করেছেন এবং নির্বাচনে জয়ের পর পরামর্শদাতা হিসেবে পাশে থাকার প্রস্তাব দিয়েছেন।
মামদানির মুখপাত্র ডোরা পেকেচ জানিয়েছেন, ওবামার উৎসাহব্যঞ্জক কথায় অনুপ্রাণিত হয়েছেন মামদানি। দু’জনই শহরে “নতুন ধরনের রাজনীতি” গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।
উগান্ডা-জন্ম ৩৪ বছর বয়সি মামদানি বর্তমানে নিউইয়র্কের স্টেট অ্যাসেম্বলি সদস্য। নভেম্বর ৪-এর সাধারণ নির্বাচনে তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার বিরুদ্ধে লড়ছেন। প্রাইমারিতে কুয়োমোকে হারিয়ে মামদানি ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, গভর্নর ক্যাথি হোচুলসহ ডেমোক্র্যাটদের একাংশ তাঁর পাশে আছেন। ছোট অনুদানদাতাদের অর্থ সহায়তাও তাঁর প্রচারণাকে গতি দিচ্ছে।
মামদানির প্রস্তাবিত নীতির মধ্যে রয়েছে ধনীদের ওপর কর বৃদ্ধি, ভাড়া নিয়ন্ত্রণ, ও সরকারি আবাসন সম্প্রসারণ—যা তরুণ ও শ্রমজীবী শ্রেণির কাছে জনপ্রিয় হলেও ব্যবসায়ী মহলে উদ্বেগ তৈরি করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মামদানির উত্থান ডেমোক্র্যাটিক পার্টির জন্য একইসঙ্গে সুযোগ ও চ্যালেঞ্জ—তরুণ ভোটারদের আকৃষ্ট করলেও তাঁর সমাজতান্ত্রিক অবস্থান রিপাবলিকানদের আক্রমণের লক্ষ্য হতে পারে।






















