নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডার হঠাৎ পদত্যাগ
ইমামা খাতুন
- আপডেট :
১৯ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- / 11
পুবের কলম ওয়েব ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন পদত্যাগের ঘোষণা করেছেন। দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এখন আর তার যথেষ্ট ‘সক্ষমতা’ নেই উল্লেখ করে আগামী মাসে পদত্যাগ করার কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ৪২ বছর বয়সী এই প্রধানমন্ত্রী নিজেই এই ঘোষণা করেন। প্রধানমন্ত্রী হিসেবে আগামী ৭ ফেব্রুয়ারি সর্বশেষ দায়িত্ব পালন করবেন তিনি। তারপর লেবার পার্টি ভোটের মাধ্যমে নয়া নেতা নির্বাচন করবে।
জেসিন্ডা জানিয়েছেন, গত প্রায় ছয় বছরে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার সর্বোচ্চটা দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে তার আর থাকার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। জেসিন্ডা বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমি আমার সবটুকু দিয়েছি কিন্তু এটা আমার থেকেও অনেক কিছু কেড়ে নিয়েছে।’ উল্লেখ্য, ২০১৭ সালে ৩৭ বছর বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার মধ্যদিয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ নারী সরকারপ্রধান হয়েছিলেন জেসিন্ডা আর্ডেন। এর এক বছর পর তিনি দ্বিতীয় বিশ্বনেতা হন যিনি অফিসে থাকাকালীন সন্তান জন্ম দেন।
করোনা, ক্রাইস্টচার্চ ট্রাজেডি এবং হোয়াইট আইল্যান্ড আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো কঠিন পরিস্থিতি সামলে প্রশংসিত হয়েছেন জেসিন্ডা। মতামত সমীক্ষা অনুসারে, সাম্প্রতিক মাসগুলোতে জেসিন্ডার অভ্যন্তরীণ জনপ্রিয়তা কমে গেছে। পদত্যাগের ঘোষণা করে তিনি বলেন, নতুন চ্যালেঞ্জের জন্য আমাদের নতুন কাঁধের দরকার। নিউজিল্যান্ডের আগামী জাতীয় নির্বাচন হবে ১৪ অক্টোবর।