০৪ জুলাই ২০২৫, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘ত্রিপুরায় হিংসা হবে না, বৈঠকে আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর’, জানালেন তৃণমূল সাংসদেরা

পুবের কলম
  • আপডেট : ২২ নভেম্বর ২০২১, সোমবার
  • / 15

পুবের কলম, ওয়েবডেস্কঃ ত্রিপুরার ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের ১৭ জন সাংসদ। সোমবার বৈঠক শেষের পর’ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে বলেন, ত্রিপুরা নিয়ে সব কথা জানানো হয়েছেন। সায়নী ঘোষের গ্রেফতারের কথাও বলা হয়েছে। বলা হয়েছে এক প্রতিহিংসা পরায়ণ রাজনীতি চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী সব কথা মন দিয়ে শুনেছেন। ইতিমধ্যেই ত্রিপুরা সরকারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন বলে, এদিন জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

এদিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন ত্রিপুরায় হিংসা হবে না। অমিত শাহকে স্মারকলিপিও দেওয়া হয়েছে।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন সৌগত রায়।

প্রসঙ্গত, ত্রিপুরায় সায়নী ঘোষের গ্রেফতারি ও ত্রিপুরায় আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে ধরনায় বসেন তৃণমূলের ১৭ জন সাংসদ। প্রায় চার ঘন্টা ধরে ধরণা চলার পর এদিন বিকেল ৪ টে নাগাদ ত্রিপুরা নিয়ে কথা বলতে রাজি হন স্বরাষ্ট্রমন্ত্রী।

সোমবার দিল্লি রওনার হওয়ার আগে ত্রিপুরা নিয়ে সোচ্চার হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিকদের সামনে বলেন, সকলেরই কথা বলার অধিকার আছে। ত্রিপুরা নিয়ে কথা বলার জন্য আমাদের সাংসদরা কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে বসে আছেন, কিন্তু অমিত শাহের কথা বলার সময় নেই।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ত্রিপুরায় হিংসা হবে না, বৈঠকে আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর’, জানালেন তৃণমূল সাংসদেরা

আপডেট : ২২ নভেম্বর ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ত্রিপুরার ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের ১৭ জন সাংসদ। সোমবার বৈঠক শেষের পর’ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে বলেন, ত্রিপুরা নিয়ে সব কথা জানানো হয়েছেন। সায়নী ঘোষের গ্রেফতারের কথাও বলা হয়েছে। বলা হয়েছে এক প্রতিহিংসা পরায়ণ রাজনীতি চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী সব কথা মন দিয়ে শুনেছেন। ইতিমধ্যেই ত্রিপুরা সরকারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন বলে, এদিন জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

এদিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন ত্রিপুরায় হিংসা হবে না। অমিত শাহকে স্মারকলিপিও দেওয়া হয়েছে।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন সৌগত রায়।

প্রসঙ্গত, ত্রিপুরায় সায়নী ঘোষের গ্রেফতারি ও ত্রিপুরায় আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে ধরনায় বসেন তৃণমূলের ১৭ জন সাংসদ। প্রায় চার ঘন্টা ধরে ধরণা চলার পর এদিন বিকেল ৪ টে নাগাদ ত্রিপুরা নিয়ে কথা বলতে রাজি হন স্বরাষ্ট্রমন্ত্রী।

সোমবার দিল্লি রওনার হওয়ার আগে ত্রিপুরা নিয়ে সোচ্চার হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিকদের সামনে বলেন, সকলেরই কথা বলার অধিকার আছে। ত্রিপুরা নিয়ে কথা বলার জন্য আমাদের সাংসদরা কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে বসে আছেন, কিন্তু অমিত শাহের কথা বলার সময় নেই।