৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সহযাত্রীর গায়ে প্রস্রাব! এয়ার ইন্ডিয়াকে ‘অপেশাদার’ বলে তিরস্কার ডিজিসিএ-র

ইমামা খাতুন
  • আপডেট : ৫ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 84

পুবের কলম ওয়েব ডেস্ক: বিমানে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করেছেন এক পুরুষ যাত্রী। অভিযোগ পেয়েও এই বিষয়ে  কর্ণপাত করেন নি এয়ার ইন্ডিয়া। এমনকি প্রয়োজনীয় ব্যবস্থাও নেননি সংস্থার আধিকারিকরা। এই নিয়ে বিবৃতি জারি করে  তিরস্কার করল কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা। এদিন বিবৃতি জারি করে বলা হয়,  এই ঘটনায় এয়ার ইন্ডিয়া যে  পদক্ষেপ গ্রহণ করেছে সেটি সত্যি ‘অপেশাদার’।

 

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

উল্লেখ্য, নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের বিজনেস ক্লাসে ছিলেন বছর সত্তরের এক বৃদ্ধা। দুপুরের খাবার  খাওয়ার পর যখন বিমানের মধ্যেকার লাইট নিভে যায়, সেই সময়ই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাঁর। ওই বৃদ্ধা বিমানের মধ্যে ঘটা অপ্রীতিকর ঘটনার কথা সামাজিক  মাধ্যমে জানান। এমনকী এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে চিঠিও লেখেন  অভিযোগ জানিয়ে। আর মহিলার অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এই ঘটনার অভিযোগ পেয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পাশাপাশি বিষয়টি তদন্ত করার জন্য একটি  অভ্যন্তরীণ কমিটিও গঠন করে। অবশেষে ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: এএআইবির ল্যাবে ব্ল্যাক বক্স, তথ্য উদ্ধারের সম্ভাবনা প্রবল

উল্লেখ্য,ঘটনাটি ঘটে গত বছরের ২৬ নভেম্বর। ওই বৃদ্ধা জানান, বিমানে  এমন ঘটনা ঘটার পর তিনি বিমান সেবিকাকে বিষয়টা সম্পর্কে অবগত করেন। সেই সময় বিমান সেবিকা তাঁকে নতুন  জামা, জুতো দেন ঠিকই কিন্তু অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়না।

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান বন্ধ রাখার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

 

পুলিশ জানিয়েছে, নভেম্বর মাসে ঘটনাটি ঘটলেও গত ২৮ ডিসেম্বর তাঁদের কাছে এই বিষয়ে অভিযোগ পত্র জমা দেন এয়ারলাইন্স কর্তৃপক্ষ।  ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের ডেপুটি কমিশনার  অফ পুলিশ রবিকুমার সিং জানান, “ওই মহিলার অভিযোগের  ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫১০ (মত্ত অবস্থায়  অভব্য আচরণ), ৫০৯ (মহিলার মানহানি), ২৯৪ (প্রকাশ্যে অভব্য  আচরণ) সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।” এর পরেই তিনি জানান, অভিযুক্তকে ধরার জন্য বিশেষ দলও গঠন করা  হয়েছে। এ বিষয়ে ঘটনার দিন বিমানবন্দরে উপস্থিত বিমানকর্মীদের সঙ্গেও পুলিশ কথা বলবে বলে জানিয়েছেন তিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সহযাত্রীর গায়ে প্রস্রাব! এয়ার ইন্ডিয়াকে ‘অপেশাদার’ বলে তিরস্কার ডিজিসিএ-র

আপডেট : ৫ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: বিমানে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করেছেন এক পুরুষ যাত্রী। অভিযোগ পেয়েও এই বিষয়ে  কর্ণপাত করেন নি এয়ার ইন্ডিয়া। এমনকি প্রয়োজনীয় ব্যবস্থাও নেননি সংস্থার আধিকারিকরা। এই নিয়ে বিবৃতি জারি করে  তিরস্কার করল কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা। এদিন বিবৃতি জারি করে বলা হয়,  এই ঘটনায় এয়ার ইন্ডিয়া যে  পদক্ষেপ গ্রহণ করেছে সেটি সত্যি ‘অপেশাদার’।

 

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

উল্লেখ্য, নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের বিজনেস ক্লাসে ছিলেন বছর সত্তরের এক বৃদ্ধা। দুপুরের খাবার  খাওয়ার পর যখন বিমানের মধ্যেকার লাইট নিভে যায়, সেই সময়ই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাঁর। ওই বৃদ্ধা বিমানের মধ্যে ঘটা অপ্রীতিকর ঘটনার কথা সামাজিক  মাধ্যমে জানান। এমনকী এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে চিঠিও লেখেন  অভিযোগ জানিয়ে। আর মহিলার অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এই ঘটনার অভিযোগ পেয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পাশাপাশি বিষয়টি তদন্ত করার জন্য একটি  অভ্যন্তরীণ কমিটিও গঠন করে। অবশেষে ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: এএআইবির ল্যাবে ব্ল্যাক বক্স, তথ্য উদ্ধারের সম্ভাবনা প্রবল

উল্লেখ্য,ঘটনাটি ঘটে গত বছরের ২৬ নভেম্বর। ওই বৃদ্ধা জানান, বিমানে  এমন ঘটনা ঘটার পর তিনি বিমান সেবিকাকে বিষয়টা সম্পর্কে অবগত করেন। সেই সময় বিমান সেবিকা তাঁকে নতুন  জামা, জুতো দেন ঠিকই কিন্তু অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়না।

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান বন্ধ রাখার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

 

পুলিশ জানিয়েছে, নভেম্বর মাসে ঘটনাটি ঘটলেও গত ২৮ ডিসেম্বর তাঁদের কাছে এই বিষয়ে অভিযোগ পত্র জমা দেন এয়ারলাইন্স কর্তৃপক্ষ।  ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের ডেপুটি কমিশনার  অফ পুলিশ রবিকুমার সিং জানান, “ওই মহিলার অভিযোগের  ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫১০ (মত্ত অবস্থায়  অভব্য আচরণ), ৫০৯ (মহিলার মানহানি), ২৯৪ (প্রকাশ্যে অভব্য  আচরণ) সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।” এর পরেই তিনি জানান, অভিযুক্তকে ধরার জন্য বিশেষ দলও গঠন করা  হয়েছে। এ বিষয়ে ঘটনার দিন বিমানবন্দরে উপস্থিত বিমানকর্মীদের সঙ্গেও পুলিশ কথা বলবে বলে জানিয়েছেন তিনি।