১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পায়ে হেঁটে হজ করার নিয়তে পাকিস্তানের বর্ডার পার করলেন শিহাব

সামিমা এহসানা
  • আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
  • / 23

পুবের কলম ওয়েব ডেস্কঃ ২০২২ সালেই কেরলের শিহাব চত্তুর (২৯) হজের নিয়ত করে পিঠে একটা ১০ কেজি ওজনের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছিলেন। তাঁর গন্তব্য মক্কা। উদ্দেশ্য হজ। তবে উড়োজাহাজ নয়। নিজের দুই পায়ের ভরসায় ছয় দেশের বর্ডার পার করে পায়ে হেঁটে নবীর দেশে পৌঁছাতে চেয়েছিলেন শিহাব। সেই উদ্দেশ্য পূরণ করতে ইতিমধ্যেই ৩ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে মঙ্গলবার পাকিস্তানের বর্ডার পার করে ফেলেছেন শিহাব। নিরাপত্তার কারণে পাকিস্তান সরকার প্রথমে তাঁকে ভিসা দিতে অস্বীকার করে। কিন্তু শিহাবের জেদ দেখে তাঁর পাশে দাঁড়ায় লাহোরের বাসিন্দা সরওয়ার তাজ ও ইমতিয়াজ রশিদ কুরেশি।

সরওয়ার তাজ শিহাবের পক্ষ থেকে লাহোর হাইকোর্টে মামলা করে। তাঁর মামলা খারিজ  করে দেয় কোর্ট। এরপর সরওয়ার পাকিস্তানের সুপ্রিম কোর্টে আবেদন করেন। শেষ পর্যন্ত শিহাবকে অনুমতি দেওয়া হয় পাকিস্তানের মাটিতে হাঁটার। মঙ্গলবার ওয়াঘা সীমান্ত পার করার পর শিহাবকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান সেদেশের অনেকেই। পাকিস্তানের পর শিহাবকে ইরান, ইরাক, কুয়েতের বর্ডার পার করে পৌঁছাতে হবে সৌদি আরবে। শিহাবের এই সাহস আর আল্লাহ্র প্রতি ভরসা দেখে তাঁর জন্য দোয়া করছে তাঁর পরিবার ও গোটা বিশ্বের মুসলমান।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পায়ে হেঁটে হজ করার নিয়তে পাকিস্তানের বর্ডার পার করলেন শিহাব

আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ২০২২ সালেই কেরলের শিহাব চত্তুর (২৯) হজের নিয়ত করে পিঠে একটা ১০ কেজি ওজনের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছিলেন। তাঁর গন্তব্য মক্কা। উদ্দেশ্য হজ। তবে উড়োজাহাজ নয়। নিজের দুই পায়ের ভরসায় ছয় দেশের বর্ডার পার করে পায়ে হেঁটে নবীর দেশে পৌঁছাতে চেয়েছিলেন শিহাব। সেই উদ্দেশ্য পূরণ করতে ইতিমধ্যেই ৩ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে মঙ্গলবার পাকিস্তানের বর্ডার পার করে ফেলেছেন শিহাব। নিরাপত্তার কারণে পাকিস্তান সরকার প্রথমে তাঁকে ভিসা দিতে অস্বীকার করে। কিন্তু শিহাবের জেদ দেখে তাঁর পাশে দাঁড়ায় লাহোরের বাসিন্দা সরওয়ার তাজ ও ইমতিয়াজ রশিদ কুরেশি।

সরওয়ার তাজ শিহাবের পক্ষ থেকে লাহোর হাইকোর্টে মামলা করে। তাঁর মামলা খারিজ  করে দেয় কোর্ট। এরপর সরওয়ার পাকিস্তানের সুপ্রিম কোর্টে আবেদন করেন। শেষ পর্যন্ত শিহাবকে অনুমতি দেওয়া হয় পাকিস্তানের মাটিতে হাঁটার। মঙ্গলবার ওয়াঘা সীমান্ত পার করার পর শিহাবকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান সেদেশের অনেকেই। পাকিস্তানের পর শিহাবকে ইরান, ইরাক, কুয়েতের বর্ডার পার করে পৌঁছাতে হবে সৌদি আরবে। শিহাবের এই সাহস আর আল্লাহ্র প্রতি ভরসা দেখে তাঁর জন্য দোয়া করছে তাঁর পরিবার ও গোটা বিশ্বের মুসলমান।