০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হল বা ক্লাবে ফর্ম বিলি নয়, কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ৮ নভেম্বর ২০২৫, শনিবার
  • / 42

 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) নিয়ে রাজ্যে নয়া কড়াকড়ি। কমিশনের গাইডলাইনে স্পষ্ট বলা হয়েছে—বিএলও নিজে ছাড়া আর কেউ ইনিউমারেশন ফর্ম বিতরণ করতে পারবেন না, এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দিতে হবে। কিন্তু সমীক্ষা শুরু হতেই নানা অভিযোগ উঠেছে— কোথাও বিএলও-র স্বামী ফর্ম দিচ্ছেন, কোথাও আবার ক্লাব, কমিউনিটি হল বা চায়ের দোকান থেকে ফর্ম বিতরণের খবর মিলছে।

এই পরিস্থিতিতে কঠোর অবস্থান নিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিস। নির্দেশ দেওয়া হয়েছে, গাইডলাইন ভঙ্গ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, শুক্রবার রাত পর্যন্ত ৩ কোটি ৪ লক্ষ ফর্ম বিতরণ হয়েছে রাজ্যজুড়ে। এখন কমিশনের প্রধান চিন্তা ডিজিটাইজেশন— যা ৪ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।

তবে বিএলও অ্যাপ নিয়ে নতুন বিতর্ক তুলেছে তৃণমূল। তাদের দাবি, অ্যাপে রক্তের সম্পর্ক হিসেবে সব নাম যোগ করা যাচ্ছে না—যা কমিশনের আগের নির্দেশের বিরোধী। এই বিষয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস কমিশনকে চিঠি দিয়েছেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হল বা ক্লাবে ফর্ম বিলি নয়, কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

আপডেট : ৮ নভেম্বর ২০২৫, শনিবার

 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) নিয়ে রাজ্যে নয়া কড়াকড়ি। কমিশনের গাইডলাইনে স্পষ্ট বলা হয়েছে—বিএলও নিজে ছাড়া আর কেউ ইনিউমারেশন ফর্ম বিতরণ করতে পারবেন না, এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দিতে হবে। কিন্তু সমীক্ষা শুরু হতেই নানা অভিযোগ উঠেছে— কোথাও বিএলও-র স্বামী ফর্ম দিচ্ছেন, কোথাও আবার ক্লাব, কমিউনিটি হল বা চায়ের দোকান থেকে ফর্ম বিতরণের খবর মিলছে।

এই পরিস্থিতিতে কঠোর অবস্থান নিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিস। নির্দেশ দেওয়া হয়েছে, গাইডলাইন ভঙ্গ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, শুক্রবার রাত পর্যন্ত ৩ কোটি ৪ লক্ষ ফর্ম বিতরণ হয়েছে রাজ্যজুড়ে। এখন কমিশনের প্রধান চিন্তা ডিজিটাইজেশন— যা ৪ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।

তবে বিএলও অ্যাপ নিয়ে নতুন বিতর্ক তুলেছে তৃণমূল। তাদের দাবি, অ্যাপে রক্তের সম্পর্ক হিসেবে সব নাম যোগ করা যাচ্ছে না—যা কমিশনের আগের নির্দেশের বিরোধী। এই বিষয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস কমিশনকে চিঠি দিয়েছেন।