এক নজরে দেখে নিন ফাজিলের ফল

- আপডেট : ৩ মে ২০২৫, শনিবার
- / 76
পুবের কলম, ওয়েবডেস্ক: আজ, শনিবার হাইমাদ্রাসা, আলিম ও ফাজিলের ফল প্রকাশিত হয়েছে। মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন সাংবাদিক বৈঠক করে হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফল ঘোষণা করেছেন।
আরও পড়ুন:এক নজরে দেখে নিন আলিমের ফল
ফাজিলে মোট পরীক্ষার্থী চার হাজার ৭১৩ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ২হাজার ৬৩১, ছাত্রী সংখ্যা ২ হাজার ৮২জন। উত্তীর্ণ হয়েছে ৪ হাজার ৩৯০ জন।পাশের হার ৯৩.১৫ শতাংশ। প্রথম দশে রয়েছে ১২ জন। এর মধ্যে ন’জন ছাত্র ও তিন জন ছাত্রী। প্রথম হয়েছেন ইয়ামিন শেখ। তাঁর প্রাপ্ত নম্বর ৫৬২। দ্বিতীয় স্থানে রয়েছেন রাইহান হোসেন ও বাকিবিল্লা গায়েন। তাঁদের প্রাপ্ত নম্বর ৫৫৯। তৃতীয় হয়েছেন আব্দুল হালিম, তাঁর প্রাপ্ত নম্বর ৫৫৮।
চতুর্থ দক্ষিণ ২৪ পরগণার খেড়িয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার মুহাম্মদ আল হাবিব তরফদার (৫৫৭)। পঞ্চম স্থানে মুর্শিদাবাদের হোসেননগর দারুল উলুম সিনিয়র মাদ্রাসার মাজমুল হক (৫৫৩)। ষষ্ঠ স্থানে হুগলির ইসলামনগর নাসরুল উলুম সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার আজমিরা খাতুন (৫৪৯)। সপ্তম দক্ষিণ ২৪ পরগণার কলেরাইট মুহাম্মদিয়া দারুস সুন্নাত সিনিয়র মাদ্রাসার বুরহানউদ্দিন মোল্লা (৫৪৫)। অষ্টম হুগলির ইসলামনগর নাসরুল উলুম সিদ্দিকিয়া সিনিয়র মাoাসার শাহানা আজুয়া ( ৫৪৩)। নবম স্থানে হুগলির ডানকুনি সিদ্দিকিয়া সিনিয়র মাoাসার ফিরোজ মণ্ডল (৫৪২) এবং দশম স্থানে ২৪ পরগণার কলেরাইট মুহাম্মদিয়া দারুস সুন্নাত সিনিয়র মাদ্রাসার কামরুজ্জামান মিস্ত্রি (৫৪১)।
হাই মাদ্রাসা আলিম ফাজিল মিলিয়ে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৫৯.৬৬% আর ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ৪০.৩৪%। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৪০৭৩ জন। আলিমের পরীক্ষার্থীর সংখ্যা ১১৫৮৮ জন। আর ফাজিলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৭১৩জন।