০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাদ্রাসায় চাক‌রির দা‌বি‌তে বি‌ক্ষোভ, আটক ৩৩

ইমামা খাতুন
  • আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 86

পুবের কলম ওয়েবডেস্ক: চাক‌রির দা‌বি‌তে বি‌ক্ষোভ দেখা‌লো মাদ্রাসা  সা‌র্ভিস ক‌মিশ‌নে শিক্ষক নি‌য়ো‌গের ও‌য়ে‌টিং লি‌স্টে থাকা চাক‌রি প্রার্থীরা। মঙ্গলবার হাজরা মোড় থে‌কে কালীঘা‌টে মুখ‌্যমন্ত্রীর বা‌ড়ির উ‌দ্দেশ্যে মি‌ছিল  ক‌রে যা‌চ্ছি‌লেন চাক‌রিপ্রার্থীরা। পু‌লিশ বাধা দেওয়ায়  ক‌য়েকজন প্রার্থীর স‌ঙ্গে শুরু হয় বচসা ও ধস্তাধ‌স্তি। ৩৩ জন বি‌ক্ষোভকারী‌কে আটক ক‌রে পু‌লিশ। এ‌দিন রা‌তে তা‌দের ছে‌ড়ে  দেওয়া হয়।

মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ প্রার্থী মঞ্চের সভাপতি মনিরুল ইসলাম বলেন , পাশ প্রার্থী ১৪০ জন‌কে নি‌য়ো‌গ নি‌য়ে হাইকোর্টের একাধিক নির্দেশ রয়েছে । কিন্তু বারংবার প্রতিশ্রুতি সত্বেও নিয়োগ হয়‌নি। তা‌দের দা‌বি, দ্রুত নিয়োগ কর‌তে হ‌বে।

মঞ্চের রাজ্য সম্পাদক নবিন চন্দ্রবেরা বলেন, মাদ্রাসাগু‌লি‌তে নি‌য়োগ না হ‌লে পড়ুয়া‌দের সমস‌্যা হ‌চ্ছে। তাই দ্রুত নি‌য়োগ প্রয়োজন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাদ্রাসায় চাক‌রির দা‌বি‌তে বি‌ক্ষোভ, আটক ৩৩

আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: চাক‌রির দা‌বি‌তে বি‌ক্ষোভ দেখা‌লো মাদ্রাসা  সা‌র্ভিস ক‌মিশ‌নে শিক্ষক নি‌য়ো‌গের ও‌য়ে‌টিং লি‌স্টে থাকা চাক‌রি প্রার্থীরা। মঙ্গলবার হাজরা মোড় থে‌কে কালীঘা‌টে মুখ‌্যমন্ত্রীর বা‌ড়ির উ‌দ্দেশ্যে মি‌ছিল  ক‌রে যা‌চ্ছি‌লেন চাক‌রিপ্রার্থীরা। পু‌লিশ বাধা দেওয়ায়  ক‌য়েকজন প্রার্থীর স‌ঙ্গে শুরু হয় বচসা ও ধস্তাধ‌স্তি। ৩৩ জন বি‌ক্ষোভকারী‌কে আটক ক‌রে পু‌লিশ। এ‌দিন রা‌তে তা‌দের ছে‌ড়ে  দেওয়া হয়।

মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ প্রার্থী মঞ্চের সভাপতি মনিরুল ইসলাম বলেন , পাশ প্রার্থী ১৪০ জন‌কে নি‌য়ো‌গ নি‌য়ে হাইকোর্টের একাধিক নির্দেশ রয়েছে । কিন্তু বারংবার প্রতিশ্রুতি সত্বেও নিয়োগ হয়‌নি। তা‌দের দা‌বি, দ্রুত নিয়োগ কর‌তে হ‌বে।

মঞ্চের রাজ্য সম্পাদক নবিন চন্দ্রবেরা বলেন, মাদ্রাসাগু‌লি‌তে নি‌য়োগ না হ‌লে পড়ুয়া‌দের সমস‌্যা হ‌চ্ছে। তাই দ্রুত নি‌য়োগ প্রয়োজন।