সীমান্তে ‘ভূতের ভয়’ দেখাচ্ছে থাইল্যান্ড, জাতিসংঘে অভিযোগ কম্বোডিয়ার

- আপডেট : ২০ অক্টোবর ২০২৫, সোমবার
- / 58
থাইল্যান্ডের বিরুদ্ধে এক অদ্ভুত অভিযোগ তুলেছে কম্বোডিয়া। দাবি করা হয়েছে, যৌথ সীমান্ত এলাকায় ‘ভূতের আর্তনাদ’ ও ভয়ংকর শব্দ বাজিয়ে মানসিক যুদ্ধ চালাচ্ছে থাইল্যান্ড। বিষয়টি নিয়ে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফোলকার টার্কের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন কম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী হুন সেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১০ অক্টোবর থেকে থাই সীমান্তে রাতভর বাজানো হচ্ছে শিশুর কান্না, শিকলের ঝনঝনানি, কুকুরের হুংকার ও হেলিকপ্টারের শব্দ। এতে সীমান্তবাসীর ঘুম ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে। হুন সেন বলেন, “নারী, শিশু ও বৃদ্ধদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ছে। এটি স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন।”
থাই সেনাবাহিনীর ঘনিষ্ঠ ইনফ্লুয়েন্সার কান্নাওয়াত পংপাইবুলওয়েচ স্বীকার করেছেন যে, সেনাবাহিনীর অনুমতিতে এই শব্দ সম্প্রচার করা হচ্ছে, কম্বোডিয়ান বসতিগুলোকে ভয় দেখানোর উদ্দেশ্যে।
কম্বোডিয়ার শিশু অধিকার সংগঠনগুলোর অভিযোগ, এই ‘শব্দ যুদ্ধ’ শিশুদের মানসিকভাবে বিপর্যস্ত করছে। উল্লেখ্য, জুলাইয়ে দুই দেশের সংঘর্ষে ৪০ জন নিহত হয়েছিল; এবার এই নতুন কৌশল ফের সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে।