০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মা তিন সন্তান সহ জম্মুতে একই পরিবারের ৬ সদস্যের দেহ উদ্ধার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৭ অগাস্ট ২০২২, বুধবার
  • / 43

 

পুবের কলম ওয়েবডেস্কঃ জম্মুর সিধরা এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের ৬ জনের দেহ। মৃতদের মধ্যে রয়েছেন মা, তাঁর তিন সন্তান এবং দুই আত্মীয়। এই ৬ জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সকলকেই মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: হারিয়ানার একই পরিবারের ৬ সদস্যর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

মৃতদের নাম প্রকাশ করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। জানা যাচ্ছে সাকিনা বেগম, নাসিমা আখতার, রুবিনা আখতার, জাফর সেলিম, নুর-উল হাবিব এবং সাজাদ আহমেদ এই ৬ জনের দেহ উদ্ধার হয়েছে।
সাকিনার সন্তানরা হলেন নাসিমা,রুবিনা এবং জাফর। বাকি ২ জন আত্মীয়। কিন্তু নিছকই আত্মহত্যা না কি এর পেছনে অন্যকোন রহস্য আছে তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন: একই পরিবারের দুই ভাই দুই বোন আইএএস– আইপিএস

আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহগুলি। গোটা ঘটনায় এলাকা জুড়ে দেখা দিয়েছে ব্যপক চাঞ্চল্য।

আরও পড়ুন: দিল্লির বুরারিকে মনে পড়াল মহারাষ্ট্রের সাংলি: একই পরিবারের ৯ জন সদস্যের আস্বাভাবিক মৃত্যু

( প্রতীকী ছবি)

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মা তিন সন্তান সহ জম্মুতে একই পরিবারের ৬ সদস্যের দেহ উদ্ধার

আপডেট : ১৭ অগাস্ট ২০২২, বুধবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ জম্মুর সিধরা এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের ৬ জনের দেহ। মৃতদের মধ্যে রয়েছেন মা, তাঁর তিন সন্তান এবং দুই আত্মীয়। এই ৬ জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সকলকেই মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: হারিয়ানার একই পরিবারের ৬ সদস্যর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

মৃতদের নাম প্রকাশ করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। জানা যাচ্ছে সাকিনা বেগম, নাসিমা আখতার, রুবিনা আখতার, জাফর সেলিম, নুর-উল হাবিব এবং সাজাদ আহমেদ এই ৬ জনের দেহ উদ্ধার হয়েছে।
সাকিনার সন্তানরা হলেন নাসিমা,রুবিনা এবং জাফর। বাকি ২ জন আত্মীয়। কিন্তু নিছকই আত্মহত্যা না কি এর পেছনে অন্যকোন রহস্য আছে তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন: একই পরিবারের দুই ভাই দুই বোন আইএএস– আইপিএস

আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহগুলি। গোটা ঘটনায় এলাকা জুড়ে দেখা দিয়েছে ব্যপক চাঞ্চল্য।

আরও পড়ুন: দিল্লির বুরারিকে মনে পড়াল মহারাষ্ট্রের সাংলি: একই পরিবারের ৯ জন সদস্যের আস্বাভাবিক মৃত্যু

( প্রতীকী ছবি)