০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লির বুরারিকে মনে পড়াল মহারাষ্ট্রের সাংলি: একই পরিবারের ৯ জন সদস্যের আস্বাভাবিক মৃত্যু

ইমামা খাতুন
  • আপডেট : ২০ জুন ২০২২, সোমবার
  • / 23

REPRESENTATIVE IMAGE

পুবের কলম ওয়েবডেস্কঃ দিল্লির বুরারিতে চন্ডাওয়াত পরিবারের ১১ জন সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ফের মনে করাল মহারাষ্ট্রের সাংলি জেলা। এমনই হাড়হিম করা ঘটনা এল সামনে । একই পরিবারের ৯ জনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পরে মহারাষ্ট্রের সাংলি জেলায়। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে, বিষপান করেই এই মৃত্যু ঘটেছে। তবে কি কারণে পুরো পরিবার এই চরম সিদ্ধান্ত নিল তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্রের খবর, মহারাষ্ট্রের সাংলি জেলার মহিষাল শহরে এই ঘটনাটি ঘটে। বাড়ির প্রধান কর্তা পেশায় একজন চিকিৎসক ছিলেন। এমনকি এলাকায় একটি চেম্বারও ছিল তাঁর।

আরও পড়ুন: মহারাষ্ট্র: পদ্ম বিধায়কের বিরুদ্ধে মিছিল খ্রিস্টানদের

দিল্লির বুরারিকে মনে পড়াল মহারাষ্ট্রের সাংলি: একই পরিবারের ৯ জন সদস্যের আস্বাভাবিক মৃত্যু
দিল্লির বুরারির চন্ডাওয়াত পরিবারের ১১ জন

পুলিশ সূত্রে খবর, পরিবারের প্রধানের মৃত্যু হয়েছে কিনা তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। এমনটাই জানা যাচ্ছে স্থানীয় পুলিশ সূত্রে। সোমবার দুপুরে মহারাষ্ট্রের সাংলি জেলায় এই বাড়ি থেকে ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আপাতত তাদের শরীরে বাহ্যিক কোনও আঘাত পাওয়া যায়নি।

আরও পড়ুন: কেন্দ্র-আরএসএসের চাপেই মহারাষ্ট্রে হিন্দি আগ্রাসন: সঞ্জয় রাউত

তবে ইতিমধ্যেই মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য পাঠানও হয়েছে। ময়নাতদন্তের পরেই জানা যাবে এই অস্বাভাবিক মৃত্যুর কারণ কি।প্রাথমিক পর্যায়ে আত্মহত্যা মনে হলেও , এটা যে খুন নয়, সেই কথাও একদম উড়িয়ে দিচ্ছে না পুলিশ।এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমত আতঙ্ক ছড়িয়েছে সাংলি জেলার ওই এলাকার বাসিন্দাদের মধ্যে।

আরও পড়ুন: শনি শিঙ্গনাপুর মন্দির থেকে ছাটাই ১১৪ জন মুসলিম কর্মী, পর্দার আড়ালে হিন্দুত্ববাদীরা!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লির বুরারিকে মনে পড়াল মহারাষ্ট্রের সাংলি: একই পরিবারের ৯ জন সদস্যের আস্বাভাবিক মৃত্যু

আপডেট : ২০ জুন ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ দিল্লির বুরারিতে চন্ডাওয়াত পরিবারের ১১ জন সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ফের মনে করাল মহারাষ্ট্রের সাংলি জেলা। এমনই হাড়হিম করা ঘটনা এল সামনে । একই পরিবারের ৯ জনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পরে মহারাষ্ট্রের সাংলি জেলায়। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে, বিষপান করেই এই মৃত্যু ঘটেছে। তবে কি কারণে পুরো পরিবার এই চরম সিদ্ধান্ত নিল তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্রের খবর, মহারাষ্ট্রের সাংলি জেলার মহিষাল শহরে এই ঘটনাটি ঘটে। বাড়ির প্রধান কর্তা পেশায় একজন চিকিৎসক ছিলেন। এমনকি এলাকায় একটি চেম্বারও ছিল তাঁর।

আরও পড়ুন: মহারাষ্ট্র: পদ্ম বিধায়কের বিরুদ্ধে মিছিল খ্রিস্টানদের

দিল্লির বুরারিকে মনে পড়াল মহারাষ্ট্রের সাংলি: একই পরিবারের ৯ জন সদস্যের আস্বাভাবিক মৃত্যু
দিল্লির বুরারির চন্ডাওয়াত পরিবারের ১১ জন

পুলিশ সূত্রে খবর, পরিবারের প্রধানের মৃত্যু হয়েছে কিনা তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। এমনটাই জানা যাচ্ছে স্থানীয় পুলিশ সূত্রে। সোমবার দুপুরে মহারাষ্ট্রের সাংলি জেলায় এই বাড়ি থেকে ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আপাতত তাদের শরীরে বাহ্যিক কোনও আঘাত পাওয়া যায়নি।

আরও পড়ুন: কেন্দ্র-আরএসএসের চাপেই মহারাষ্ট্রে হিন্দি আগ্রাসন: সঞ্জয় রাউত

তবে ইতিমধ্যেই মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য পাঠানও হয়েছে। ময়নাতদন্তের পরেই জানা যাবে এই অস্বাভাবিক মৃত্যুর কারণ কি।প্রাথমিক পর্যায়ে আত্মহত্যা মনে হলেও , এটা যে খুন নয়, সেই কথাও একদম উড়িয়ে দিচ্ছে না পুলিশ।এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমত আতঙ্ক ছড়িয়েছে সাংলি জেলার ওই এলাকার বাসিন্দাদের মধ্যে।

আরও পড়ুন: শনি শিঙ্গনাপুর মন্দির থেকে ছাটাই ১১৪ জন মুসলিম কর্মী, পর্দার আড়ালে হিন্দুত্ববাদীরা!