আল আযহার মিশনের প্রথম পুনর্মিলন উৎসব

- আপডেট : ১৭ জুন ২০২২, শুক্রবার
- / 60
পুবের কলম ওয়েবডেস্কঃ অতি উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে আল আযহার মিশনে প্রথম পুনর্মিলন উৎসব পালন করা হল ।এদিনের অনুষ্ঠান সকাল ৯:০০ থেকে শুরু করে দুপুর ১:০০ টায় শেষ হয়। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সামিরুল ইসলাম । প্রধান অতিথির আসন গ্রহণ করেন মুরারয়-2 নং ব্লকের ,ব্লক ডেভেলপমেন্ট অফিসার জনাব নাজির হোসেন।
তিনি ছাত্র-ছাত্রীদের নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন এবং কিভাবে নানান প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হয়ে উঠেছেন তা ছোট ছোট বাচ্চাদের সামনে তুলে ধরেন। এতে ছেলে ও মেয়েরা খুবই প্রভাবিত হয়। এদিনের সভায় বহু গণ্যমান্য অতিথি ও অভিভাবক- অভিভাবিকা উপস্থিত ছিলেন।
প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে বর্তমানে MBBS পাঠরত ও WIPRO COMPANY তে অফিসার হিসেবে নিযুক্ত- আশফাক হোসেন, ইজাজ আহমেদ ,আসাদুজ্জামান, শরিফুল ইসলাম, সাইফা নাগমা ও ফিরোজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। নতুন ছাত্র-ছাত্রীদের লক্ষ্যস্থল ঠিক করে কঠোর পরিশ্রমের মাধ্যমে তা অর্জনের উপদেশ দেন তাঁরা।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন বিজ্ঞানী ডঃ মুনকির হোসেন, নলহাটি হীরালাল ভকত কলেজের অধ্যক্ষ ডঃ নুরুল ইসলাম ,এম. জি কলেজের অধ্যক্ষ ডাক্তার রইশ আহমেদ খান , অধ্যাপক তাসলিম আহমেদ , সহকারী শিক্ষক মোজাফফর আহমেদ । এছাড়াও মিশনের সহ সম্পাদক নাজমুল আলম ও সম্পাদক মোঃ ফাকিরুদ্দিন ছেলেদের মধ্যে উৎসাহ যোগান।
স্কুলের শিক্ষকদের মধ্যে আবু তাহের মোল্লা ও মোহাম্মদ কলিমুদ্দিন পুনর্মিলন নিয়ে তাদের নিজস্ব বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানের বাহ্যিক ও অন্যান্য দিক গুলি দেখাশোনা করেছেন মিশনের প্রধান শিক্ষক আনারুল সেখ , সহকারী প্রধান শিক্ষক নৈমান জিন্না ও সহ শিক্ষক মহ: নুর আলম।