২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তিনদিন পর বাড়ি ফিরলেন দুর্গত ২৫০ পরিবার

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার
  • / 62

শুভজিৎ দেবনাথ,জলপাইগুড়িঃ টানা বৃষ্টির জেরে রবিবার রাত থেকেই জলমগ্ন হয়ে পড়েছিল জলপাইগুড়ি পুরসভার অধিকাংশ ওয়ার্ড। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় ২৫নং ওয়ার্ডের পরেশ মিত্র কলোনী, নীচমাঠ, নেতাজীপাড়ার বাসিন্দাদের। বুধবার শহরের অন্যান্য ওয়ার্ডগুলির জল নেমে গেলেও, ২৫নং ওয়ার্ডের এই তিনটি এলাকা জলমগ্নই ছিল। কারণ এলাকাগুলি নীচু জায়গায় করলা নদীর ধার ঘেষে অবস্থিত।পাশাপাশি, করলা নদীর বাধের কিছু অংশ অসম্পূর্ণ এবং নীচু হওয়ায় নদীর জল ঢুকে জল জমে ছিল। বুধবার বিকেল থেকে বৃস্টিপাত কমে যায়। জলপাইগুড়িতে গত ২৪ ঘন্টায় বৃস্টিপাতের পারিমাণ ৪৯মিলিমিটার।

ফলে বুধবার রাত থেকেই জল কমতে শুরু করে। বৃহস্পতিবার সকাল থেকে বাড়ি ফিরতে শুরু করেন ফ্লাড শেল্টারে বা রাস্তার তাবুতে আশ্রয় নেওয়া বাসিন্দারা। যদিও জলের তোড়ে বাড়িঘর থেকে আসাবাবপত্রের অবস্থা খবুই করুণ। অনেকের বাড়ি বা আসবাবপত্রের ক্ষয়ক্ষতিও হয়েছে। রাস্তাঘাট এখনো জমা জলে কাঁদা প্যাচপেচে।

আরও পড়ুন: নিরাপদে দেশ ফিরলেন তাজিকিস্তানে আটকে পড়া ৪৪ জন ভারতীয় শ্রমিক

তিনদিন পর বাড়ি ফিরলেন দুর্গত ২৫০ পরিবার
জামাকাপড় ভেজা। সকাল থেকে সেইসব ঠিকঠাক করার কাজেই ব্যস্ত ছিলেন সবাই। এদিকে রান্নাবান্নার ব্যবস্থাও নেই এই অবস্থায়। দুপুরের দিকে এলাকার কাউন্সিলার এবং যুব তৃনমুল কর্মীরা এলাকায় গিয়ে চিড়েগুড় বিলি করেন। পাশাপাশি বাসিন্দাদের ক্ষয়ক্ষতির হিসেব নেন কাউন্সিলর পৌষালী দাস সরকার। তিনি জানিয়েছেন, ক্ষতিপূরণের জন্য পৌরসভায় আবেদন জানাবেন।পাশাপাশি, উদ্যোগ নিয়ে সেচ দফতরের সঙ্গে কথা বলে বাধ সংস্কারে উদ্যোগী হবেন বলেও তিনি জানিয়েছেন।

আরও পড়ুন: জন্মদিনে কেক কেটে  নিখোঁজ হওয়া যুবক নিথর হয়ে বাড়ি ফিরলেন আটদিন পর

আরও পড়ুন: ২০ হাজার ভারতীয় শিক্ষার্থী ইউক্রেন থেকে দেশে ফিরেছে, জানাল কেন্দ্র

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তিনদিন পর বাড়ি ফিরলেন দুর্গত ২৫০ পরিবার

আপডেট : ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার

শুভজিৎ দেবনাথ,জলপাইগুড়িঃ টানা বৃষ্টির জেরে রবিবার রাত থেকেই জলমগ্ন হয়ে পড়েছিল জলপাইগুড়ি পুরসভার অধিকাংশ ওয়ার্ড। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় ২৫নং ওয়ার্ডের পরেশ মিত্র কলোনী, নীচমাঠ, নেতাজীপাড়ার বাসিন্দাদের। বুধবার শহরের অন্যান্য ওয়ার্ডগুলির জল নেমে গেলেও, ২৫নং ওয়ার্ডের এই তিনটি এলাকা জলমগ্নই ছিল। কারণ এলাকাগুলি নীচু জায়গায় করলা নদীর ধার ঘেষে অবস্থিত।পাশাপাশি, করলা নদীর বাধের কিছু অংশ অসম্পূর্ণ এবং নীচু হওয়ায় নদীর জল ঢুকে জল জমে ছিল। বুধবার বিকেল থেকে বৃস্টিপাত কমে যায়। জলপাইগুড়িতে গত ২৪ ঘন্টায় বৃস্টিপাতের পারিমাণ ৪৯মিলিমিটার।

ফলে বুধবার রাত থেকেই জল কমতে শুরু করে। বৃহস্পতিবার সকাল থেকে বাড়ি ফিরতে শুরু করেন ফ্লাড শেল্টারে বা রাস্তার তাবুতে আশ্রয় নেওয়া বাসিন্দারা। যদিও জলের তোড়ে বাড়িঘর থেকে আসাবাবপত্রের অবস্থা খবুই করুণ। অনেকের বাড়ি বা আসবাবপত্রের ক্ষয়ক্ষতিও হয়েছে। রাস্তাঘাট এখনো জমা জলে কাঁদা প্যাচপেচে।

আরও পড়ুন: নিরাপদে দেশ ফিরলেন তাজিকিস্তানে আটকে পড়া ৪৪ জন ভারতীয় শ্রমিক

তিনদিন পর বাড়ি ফিরলেন দুর্গত ২৫০ পরিবার
জামাকাপড় ভেজা। সকাল থেকে সেইসব ঠিকঠাক করার কাজেই ব্যস্ত ছিলেন সবাই। এদিকে রান্নাবান্নার ব্যবস্থাও নেই এই অবস্থায়। দুপুরের দিকে এলাকার কাউন্সিলার এবং যুব তৃনমুল কর্মীরা এলাকায় গিয়ে চিড়েগুড় বিলি করেন। পাশাপাশি বাসিন্দাদের ক্ষয়ক্ষতির হিসেব নেন কাউন্সিলর পৌষালী দাস সরকার। তিনি জানিয়েছেন, ক্ষতিপূরণের জন্য পৌরসভায় আবেদন জানাবেন।পাশাপাশি, উদ্যোগ নিয়ে সেচ দফতরের সঙ্গে কথা বলে বাধ সংস্কারে উদ্যোগী হবেন বলেও তিনি জানিয়েছেন।

আরও পড়ুন: জন্মদিনে কেক কেটে  নিখোঁজ হওয়া যুবক নিথর হয়ে বাড়ি ফিরলেন আটদিন পর

আরও পড়ুন: ২০ হাজার ভারতীয় শিক্ষার্থী ইউক্রেন থেকে দেশে ফিরেছে, জানাল কেন্দ্র