০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা দেওয়ার আবেদন নিয়ে হাইকোর্টে তুহিনারা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 111

পুবের কলম প্রতিবেদঃ কলকাতা হাইকোর্টে তুহিনা খাতুনের সুবিচারের আবেদন বুধবার গ্রহণ করেছেন বিচারক অরিন্দম মুখার্জি। সাব ইন্সপেক্টর পদে তুহিনা ও আরও বেশ কিছু তরুণীকে অ্যাডমিট কার্ড দিচ্ছে না ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিত্রু«টমেন্ট বোর্ড। তাদের বক্তব্য– যে ছবি এই মুসলিম তরুণীরা তাদের আবেদনপত্রে যুক্ত করেছেন– তাতে দেখা যাচ্ছে– তাদের মাথা ওড়না দিয়ে ঢাকা রয়েছে। মুখমণ্ডল অনাবৃত থাকলেও পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়ম অনুযায়ী নাকি মাথা ঢাকা চলবে না। তাই সাব ইন্সপেক্টর পদের জন্য তাদের আবেদনপত্র রিজেক্ট বা খারিজ করা হয়েছে।

এর আগে প্রায় কয়েক শত সংখ্যালঘু তরুণীকে পুলিশ কনস্টেবল পদেও এই একই কারণ দেখিয়ে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অ্যাডমিট কার্ড দেয়নি। সেই মামলার শুনানি হচ্ছে হাইকোর্টে  একই বিচারপতির বেঞ্চে।

বুধবার সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা দেওয়ার জন্য কেন অ্যাডমিট কার্ড দেওয়া হবে না– এই আবেদন হাইকোর্টের বিচারপতি গ্রহণ করেছেন এবং ৩ ডিসেম্বর এই মামলাটির শুনানি হবে বলে আদালত থেকে জানানো হয়েছে।

তুহিনার মতো অনেক সংখ্যালঘু তরুণী তাকিয়ে রয়েছেন হাইকোর্টের সিদ্ধান্তের দিকে। তাঁদের আশা– হয়তো তাঁরা সুবিচার ও বিশ্বাস অনুযায়ী মাথা আবৃত করার অধিকার ফিরে পাবেন। আর সাব ইন্সপেক্টর পদের পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড তাদের হাতে আসবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা দেওয়ার আবেদন নিয়ে হাইকোর্টে তুহিনারা

আপডেট : ২ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদঃ কলকাতা হাইকোর্টে তুহিনা খাতুনের সুবিচারের আবেদন বুধবার গ্রহণ করেছেন বিচারক অরিন্দম মুখার্জি। সাব ইন্সপেক্টর পদে তুহিনা ও আরও বেশ কিছু তরুণীকে অ্যাডমিট কার্ড দিচ্ছে না ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিত্রু«টমেন্ট বোর্ড। তাদের বক্তব্য– যে ছবি এই মুসলিম তরুণীরা তাদের আবেদনপত্রে যুক্ত করেছেন– তাতে দেখা যাচ্ছে– তাদের মাথা ওড়না দিয়ে ঢাকা রয়েছে। মুখমণ্ডল অনাবৃত থাকলেও পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়ম অনুযায়ী নাকি মাথা ঢাকা চলবে না। তাই সাব ইন্সপেক্টর পদের জন্য তাদের আবেদনপত্র রিজেক্ট বা খারিজ করা হয়েছে।

এর আগে প্রায় কয়েক শত সংখ্যালঘু তরুণীকে পুলিশ কনস্টেবল পদেও এই একই কারণ দেখিয়ে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অ্যাডমিট কার্ড দেয়নি। সেই মামলার শুনানি হচ্ছে হাইকোর্টে  একই বিচারপতির বেঞ্চে।

বুধবার সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা দেওয়ার জন্য কেন অ্যাডমিট কার্ড দেওয়া হবে না– এই আবেদন হাইকোর্টের বিচারপতি গ্রহণ করেছেন এবং ৩ ডিসেম্বর এই মামলাটির শুনানি হবে বলে আদালত থেকে জানানো হয়েছে।

তুহিনার মতো অনেক সংখ্যালঘু তরুণী তাকিয়ে রয়েছেন হাইকোর্টের সিদ্ধান্তের দিকে। তাঁদের আশা– হয়তো তাঁরা সুবিচার ও বিশ্বাস অনুযায়ী মাথা আবৃত করার অধিকার ফিরে পাবেন। আর সাব ইন্সপেক্টর পদের পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড তাদের হাতে আসবে।