জাতিগত বিদ্বেষের শিকার! যুক্তরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে ধর্ষণ
- আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, সোমবার
- / 113
ব্রিটেনে ফের জাতিগত বিদ্বেষের ঘটনায় ক্ষোভ ছড়াল। ওয়েস্ট মিডল্যান্ডসের ওয়ালসালে ভারতীয় বংশোদ্ভূত এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশের প্রাথমিক অনুমান, এটি জাতিগত ঘৃণার ফলেই ঘটেছে।
ঘটনাটি ঘটে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ। পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ালসালের পার্ক হল এলাকার রাস্তায় অসুস্থ অবস্থায় ওই তরুণীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানতে পারে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ওই তরুণীর উপর হামলা চালায় এবং যৌন নির্যাতন করে পালিয়ে যায়।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযুক্ত একজন শ্বেতাঙ্গ পুরুষ, বয়স আনুমানিক ৩০ বছরের বেশি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তার ছোট চুল এবং হামলার সময় সে গাঢ় রঙের পোশাক পরেছিল। পুলিশের ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট রোনান টাইর জানিয়েছেন, “অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশে কেউ সন্দেহজনক কিছু দেখে থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করা হচ্ছে।”
পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, ঘটনাটির পেছনে জাতিগত বিদ্বেষই মূল কারণ। এটি অন্য কোনো অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত নয় বলেও নিশ্চিত করেছে তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতিতা তরুণী পাঞ্জাবি পরিবারের সদস্য। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গত মাসেও ওয়েস্ট মিডল্যান্ডসেই এক ব্রিটিশ শিখ মহিলা একই ধরনের নির্যাতনের শিকার হয়েছিলেন।
ক্রমবর্ধমান এই ধরনের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। ওয়েস্ট মিডল্যান্ডসে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই এখন প্রশ্ন তুলছেন অনেকেই। পুলিশের পক্ষ থেকে মহিলাদের রাতে একা বাইরে না বেরোনোর পরামর্শও দেওয়া হয়েছে।




























