ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো

- আপডেট : ১৮ জুলাই ২০২৫, শুক্রবার
- / 47
পুবের কলম, ওয়েব ডেস্ক: ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন জেলেনস্কি। ৩৯ বছর বয়সী ইউলিয়া সিভিরিদেঙ্কো ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন।
তিনি ডেনিস শ্যামিহালের স্থলাভিষিক্ত হলেন। শ্যামিহাল ২০২০ সাল থেকে প্রধানমন্ত্রী ছিলেন। বৃহস্পতিবার পার্লামেন্টের অনুমোদনের পর সিভিরিদেঙ্কো এ পদে আসীন হলেন।
জানা গেছে, ইউলিয়া সিভিরিদেঙ্কো এর আগে দেশটির উপপ্রধানমন্ত্রী এবং অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে। চলতি বছর ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরেও তার ভূমিকা ছিল। এটি ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে প্রাথমিক শীতল সম্পর্ক কাটাতে সাহায্য করে।
এদিন সোস্যাল সাইটে ইউলিয়া জানান, তার প্রধান লক্ষ্য হল ইউক্রেনের দেশীয় অস্ত্র উৎপাদন বৃদ্ধি করা, সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করা এবং অর্থনীতিকে সহায়তা করা। ‘আমাদের সরকার এমন একটি ইউক্রেনের জন্য কাজ করবে যা নিজস্ব ভিত্তিতে দৃঢ় থাকবে। এ সরকার সামরিক, অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে।’
তিনি আরও বলেন, ‘আমার মূল লক্ষ্য হল বাস্তব ও ইতিবাচক ফলাফল। প্রতিটি ইউক্রেনিয়ান তার দৈনন্দিন জীবনে তা অনুভব করবে। যুদ্ধে বিলম্বের কোনো স্থান নেই। আমাদের দ্রুত এবং দৃঢ়ভাবে কাজ করতে হবে।’