০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ডালখোলা বাইপাস কবে থেকে খুলতে পারে?

রফিকুল হাসান
  • আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 59

প্রতীকী ছবি।

পুবের কলম প্রতিবেদক, রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলার ডালখোলা বাইপাস খুলতে চলেছে আগামী ২৬ জানুয়ারির মধ্যেই। বৃহস্পতিবার  সাংবাদিক সম্মেলন করে এমনই জানালেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। যদিও তার এই বক্তব্য নিয়ে তৃণমূল বিজেপির তরজা তুঙ্গে ওঠে এদিন। বাসুদেব সরকার বলেন রাজ্য সরকারের জমি অধিগ্রহণ নীতি ভুল থাকায় এই বাইপাসের কাজ থমকে ছিল। এরপর করোনা পরিস্থিতিতে কাজ আরও কিছুটা পিছিয়ে যায়। কিন্তু রায়গঞ্জের সাংসদের প্রয়াসে আগামী ২৬ জানুয়ারির আগে এই বাইপাস খুলে দেওয়া হবে। সমস্ত জটিলতা কাটিয়ে দিয়েছে বিজেপি। 

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের জেলা সভাপতি কানহাইয়ালাল আগারওয়াল বলেন, জমি জটিলতা কেন্দ্র সরকার নয় রাজ্য সরকারই সমাধান করেছে। বিজেপি ২০১৯ সালে ক্ষমতায় এসছে। তাই কোন সালের ২৬ জানুয়ারির আগে বাইপাস উদ্বোধন হবে তা জানতে অপেক্ষা করা হবে। রায়গঞ্জের সাংসদ কোনো কাজই করেননি৷ এমনকি রায়গঞ্জের আসেনও না। শুধুমাত্র মিথ্যে প্রচার চালিয়ে থাকেন। ওই বাইপাস তৈরি করতে দেরি হওয়ার পেছনে ঠিকাদারের গাফিলতি ছিল, যা নিয়ে প্রশাসনকে  জানানো হয়েছে বলেও জানান তিনি। তাই বাইপাস গঠনে বিজেপির কোনো অবদান নেই।

আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

আরও পড়ুন: ২১ জুলাই নিয়ে পাকদহে তৃণমূলের সভা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডালখোলা বাইপাস কবে থেকে খুলতে পারে?

আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক, রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলার ডালখোলা বাইপাস খুলতে চলেছে আগামী ২৬ জানুয়ারির মধ্যেই। বৃহস্পতিবার  সাংবাদিক সম্মেলন করে এমনই জানালেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। যদিও তার এই বক্তব্য নিয়ে তৃণমূল বিজেপির তরজা তুঙ্গে ওঠে এদিন। বাসুদেব সরকার বলেন রাজ্য সরকারের জমি অধিগ্রহণ নীতি ভুল থাকায় এই বাইপাসের কাজ থমকে ছিল। এরপর করোনা পরিস্থিতিতে কাজ আরও কিছুটা পিছিয়ে যায়। কিন্তু রায়গঞ্জের সাংসদের প্রয়াসে আগামী ২৬ জানুয়ারির আগে এই বাইপাস খুলে দেওয়া হবে। সমস্ত জটিলতা কাটিয়ে দিয়েছে বিজেপি। 

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের জেলা সভাপতি কানহাইয়ালাল আগারওয়াল বলেন, জমি জটিলতা কেন্দ্র সরকার নয় রাজ্য সরকারই সমাধান করেছে। বিজেপি ২০১৯ সালে ক্ষমতায় এসছে। তাই কোন সালের ২৬ জানুয়ারির আগে বাইপাস উদ্বোধন হবে তা জানতে অপেক্ষা করা হবে। রায়গঞ্জের সাংসদ কোনো কাজই করেননি৷ এমনকি রায়গঞ্জের আসেনও না। শুধুমাত্র মিথ্যে প্রচার চালিয়ে থাকেন। ওই বাইপাস তৈরি করতে দেরি হওয়ার পেছনে ঠিকাদারের গাফিলতি ছিল, যা নিয়ে প্রশাসনকে  জানানো হয়েছে বলেও জানান তিনি। তাই বাইপাস গঠনে বিজেপির কোনো অবদান নেই।

আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

আরও পড়ুন: ২১ জুলাই নিয়ে পাকদহে তৃণমূলের সভা