০৩ মে ২০২৫, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এনডি টিভির আরও ২৬ শতাংশ শেয়ার কিনতে মরিয়া আদানি

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ নভেম্বর ২০২২, রবিবার
  • / 9

পুবের কলম ওয়েব ডেস্ক: সর্বভারতীয় টিভি চ্যানেল এনডিটিভির মালিকানার সিংহভাগ কব্জা করতে মরিয়া আদানি গ্রুপ। ইতিমধ্যেই তারা টিভি চ্যানেলটির শেয়ারের ২৯.১৮ শতাংশ শেয়ার কিনে নিয়েছে আদানি গ্রুপ পরিচালিত ‘এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড’।

এবার আরও ২৬ শতাংশ শেয়ার কিনতে চাইছে তারা। এই উদ্যোগ সফল হলে এনডিটিভি’র শেয়ারের ৫৫ শতাংশের বেশি শেয়ার কিনে ফেলবে আদানি গোষ্ঠী। ফলে টিভি চ্যানেলটির অর্ধেকের বেশি শেয়ার আদানির হাতে চলে গেলে চ্যানেলটির নীতি নির্ধারণ, রাজনৈতিক পন্থা অনুসরণ থেকে শুরু করে পরিচালনার সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে উঠবে আদানি গোষ্ঠী।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্ভিকভাবে সংবাদ পরিবেশনের সুনাম রয়েছে এনডি টিভি’র। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ আদানি গোষ্ঠী টিভি চ্যানেলটির অর্ধেকের বেশি শেয়ারের মালিক হয়ে গেলে চ্যানেলটি তাদের এই নির্ভিকতা ধরে রাখতে পারবে, নাকি তারাও ‘পদ্ম-মুখী’ হয়ে উঠবে সেটাই দেখার।

উল্লেখ্য, এই অতিরিক্ত ২৬ শতাংশ শেয়ার কেনার জন্য ইতিমধ্যেই ‘ওপেন অফারের’ জন্য নতুন তারিখ ঘোষণা করেছে আদানি গ্রুপ। ওপেন অফারটি ২২ নভেম্বর সাবস্ক্রিপশনের জন্য খুলবে। আর বন্ধ হবে ৫ ডিসেম্বর। এখন আদানি গ্রুপের এই ওপেন অফারটি সফল হলে এনডিটিভিতে আদানির মোট শেয়ারের পরিমাণ ৫৫ শতাংশ ছাপিয়ে যাবে। জানা গিয়েছে, এই ২৬ শতাংশ শেয়ারের মোট মূল্য ৪৯৩ কোটি টাকা।

 

এমনিতেই এখনও পর্যন্ত আদানি গোষ্ঠীই বর্তমানে এনডিটিভির সবচেয়ে বড শেয়ার হোল্ডার। কিন্তু যতক্ষণ পর্যন্ত না চ্যানেলটির ৫১ শতাংশ বা তার বেশি শেয়ার হাতে আসছে ততক্ষণ পর্যন্ত টিভি চ্যানেলটির সম্পূর্ণ মালিকানা পাবে না আদানি গ্রুপ। নিয়ম অনুযায়ী, আদানি গ্রুপ ২৯.৩০ শতাংশ শেয়ার কিনে নেওয়ার পর তারা একটি ওপেন অফারের অধিকার রাখে। তার মাধ্যমে কোম্পানির অন্যান্য শেয়ার হোল্ডারদের কাছ থেকে অতিরিক্ত ২৬ শতাংশ শেয়ার কেনার দাবি রাখতেই পারে। এই ওপেন অফার সফল হলে এনডি টিভির সম্পূর্ণ মালিকানা চলে আসবে আদানি গোষ্ঠীর হাতে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এনডি টিভির আরও ২৬ শতাংশ শেয়ার কিনতে মরিয়া আদানি

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: সর্বভারতীয় টিভি চ্যানেল এনডিটিভির মালিকানার সিংহভাগ কব্জা করতে মরিয়া আদানি গ্রুপ। ইতিমধ্যেই তারা টিভি চ্যানেলটির শেয়ারের ২৯.১৮ শতাংশ শেয়ার কিনে নিয়েছে আদানি গ্রুপ পরিচালিত ‘এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড’।

এবার আরও ২৬ শতাংশ শেয়ার কিনতে চাইছে তারা। এই উদ্যোগ সফল হলে এনডিটিভি’র শেয়ারের ৫৫ শতাংশের বেশি শেয়ার কিনে ফেলবে আদানি গোষ্ঠী। ফলে টিভি চ্যানেলটির অর্ধেকের বেশি শেয়ার আদানির হাতে চলে গেলে চ্যানেলটির নীতি নির্ধারণ, রাজনৈতিক পন্থা অনুসরণ থেকে শুরু করে পরিচালনার সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে উঠবে আদানি গোষ্ঠী।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্ভিকভাবে সংবাদ পরিবেশনের সুনাম রয়েছে এনডি টিভি’র। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ আদানি গোষ্ঠী টিভি চ্যানেলটির অর্ধেকের বেশি শেয়ারের মালিক হয়ে গেলে চ্যানেলটি তাদের এই নির্ভিকতা ধরে রাখতে পারবে, নাকি তারাও ‘পদ্ম-মুখী’ হয়ে উঠবে সেটাই দেখার।

উল্লেখ্য, এই অতিরিক্ত ২৬ শতাংশ শেয়ার কেনার জন্য ইতিমধ্যেই ‘ওপেন অফারের’ জন্য নতুন তারিখ ঘোষণা করেছে আদানি গ্রুপ। ওপেন অফারটি ২২ নভেম্বর সাবস্ক্রিপশনের জন্য খুলবে। আর বন্ধ হবে ৫ ডিসেম্বর। এখন আদানি গ্রুপের এই ওপেন অফারটি সফল হলে এনডিটিভিতে আদানির মোট শেয়ারের পরিমাণ ৫৫ শতাংশ ছাপিয়ে যাবে। জানা গিয়েছে, এই ২৬ শতাংশ শেয়ারের মোট মূল্য ৪৯৩ কোটি টাকা।

 

এমনিতেই এখনও পর্যন্ত আদানি গোষ্ঠীই বর্তমানে এনডিটিভির সবচেয়ে বড শেয়ার হোল্ডার। কিন্তু যতক্ষণ পর্যন্ত না চ্যানেলটির ৫১ শতাংশ বা তার বেশি শেয়ার হাতে আসছে ততক্ষণ পর্যন্ত টিভি চ্যানেলটির সম্পূর্ণ মালিকানা পাবে না আদানি গ্রুপ। নিয়ম অনুযায়ী, আদানি গ্রুপ ২৯.৩০ শতাংশ শেয়ার কিনে নেওয়ার পর তারা একটি ওপেন অফারের অধিকার রাখে। তার মাধ্যমে কোম্পানির অন্যান্য শেয়ার হোল্ডারদের কাছ থেকে অতিরিক্ত ২৬ শতাংশ শেয়ার কেনার দাবি রাখতেই পারে। এই ওপেন অফার সফল হলে এনডি টিভির সম্পূর্ণ মালিকানা চলে আসবে আদানি গোষ্ঠীর হাতে।