৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাসন্তীতে পথ দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

পুবের কলম প্রতিবেদক, ক্যানিং: বাসন্তী হাইওয়েতে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। মঙ্গলবার রাতে রামচন্দ্রখালি গ্রাম পঞ্চায়েতের সোনাখালী ভারত সেবাশ্রম সংলগ্ন এলাকায় টোটো ও একটি স্করপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দু’জনের, গুরুতরভাবে জখম আরও ১০ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যানিং থেকে সোনাখালী বাজারের দিকে যাচ্ছিল একটি টোটো। একই সময়ে সোনাখালী বাজার থেকে ক্যানিংমুখী স্করপিও এসে ধাক্কা মারে টোটোটিকে। প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান টোটোর দুই যাত্রী— সুভাষ নস্কর (৩৫) ও মহাদেব বৈদ্য (৩১)। বাকি সাতজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে সোনাখালীর একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে বাসন্তী থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়দের অভিযোগ, বাসন্তী হাইওয়েতে অতিরিক্ত গতিতে গাড়ি চলার কারণেই বার বার দুর্ঘটনা ঘটছে। তাদের দাবি, দ্রুত প্রশাসন নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুক, না হলে আরও প্রাণহানি অবশ্যম্ভাবী।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে, অশুভ শক্তির বিনাশ হোক: এসআইআর নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাসন্তীতে পথ দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার

পুবের কলম প্রতিবেদক, ক্যানিং: বাসন্তী হাইওয়েতে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। মঙ্গলবার রাতে রামচন্দ্রখালি গ্রাম পঞ্চায়েতের সোনাখালী ভারত সেবাশ্রম সংলগ্ন এলাকায় টোটো ও একটি স্করপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দু’জনের, গুরুতরভাবে জখম আরও ১০ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যানিং থেকে সোনাখালী বাজারের দিকে যাচ্ছিল একটি টোটো। একই সময়ে সোনাখালী বাজার থেকে ক্যানিংমুখী স্করপিও এসে ধাক্কা মারে টোটোটিকে। প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান টোটোর দুই যাত্রী— সুভাষ নস্কর (৩৫) ও মহাদেব বৈদ্য (৩১)। বাকি সাতজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে সোনাখালীর একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে বাসন্তী থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়দের অভিযোগ, বাসন্তী হাইওয়েতে অতিরিক্ত গতিতে গাড়ি চলার কারণেই বার বার দুর্ঘটনা ঘটছে। তাদের দাবি, দ্রুত প্রশাসন নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুক, না হলে আরও প্রাণহানি অবশ্যম্ভাবী।