সীমান্তে সোনার বিস্কুট-সহ গ্রেফতার পাচারকারী
- আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
- / 181
বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা, বাজেয়াপ্ত মোটরবাইক
পুবের কলম ওয়েবডেস্ক, বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেক পোস্টের ঘটনা। পাচারকারী সোনার চার পিস র্বিস্কুট যার ওজন ৪৯৫ গ্রাম, বাজার দাম ৫০ লক্ষ টাকা। ৩৪ বছর সাইন গাজী বাড়ি হাকিমপুর সীমান্তে।
বুধবার মোটরসাইকেলের টিউব এর মধ্য দিয়ে এই সোনার বিস্কুটগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে হাকিমপুর চেক পোস্টে আসলে সেখানে ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তে রক্ষী বাহিনীর জোয়ানরা আটকায়। বাইক তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় গাড়ির চাকার টিউবের মধ্যে। এই সোনার বিস্কুটগুলো রয়েছে।
দুবাই, মায়ানমার বাংলাদেশ হয়ে ভারতে ঢুকেছে কলকাতার, উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ওই পাচারকারীর। সোনার বিস্কুট গুলো বাজেয়াপ্ত করা হয়েছে। মোটরসাইকেল উদ্ধার হওয়ার পর সোনা বিস্কুট ও পাচারকারীকে তেঁতুলিয়া শুল্ক দফতরে হাতে তুলে দেওয়া হয়েছে। সাহিনের সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কিনা খতিয়ে দেখছে স্বরূপনগর থানার পুলিশ ও বিএসএফ।



























