শপথ নেওয়ার মাত্র একমাসের মধ্যেই সরলেন ব্রিটেনের অর্থমন্ত্রী
- আপডেট : ১৫ অক্টোবর ২০২২, শনিবার
- / 49

British Chancellor of the Exchequer Kwasi Kwarteng adjusts his glasses during Britain's Conservative Party's annual conference in Birmingham, Britain, October 3, 2022. REUTERS/Toby Melville
পুবের কলম ওয়েবডেস্ক: শপথ নেওয়ার মাত্র একমাসের মধ্যেই সরলেন ব্রিটেনের অর্থমন্ত্রী।অর্থমন্ত্রীর পদ থেকে কোয়াসি কোয়ার্টেংকে সরিয়ে দেওয়া হয়েছে। ট্যাক্স ইস্যুকে কেন্দ্র করে টানাপোড়েন তৈরি হওয়ায় দেশটির নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস এ সিদ্ধান্ত নিয়েছেন।
কোয়াসি কোয়ার্টেং নিজেও তাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এক ট্যুইট বার্তায় তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তাকে বরখাস্ত করেছেন।
ব্রিটেনে সবচেয়ে কম সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারীর তালিকায় দ্বিতীয় ব্যক্তি হিসেবে নাম লেখালেন তিনি। এর আগে দেশটিতে সবচেয়ে কম সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেনে ইয়ান ম্যাক্লিওড। ১৯৭০ দায়িত্ব গ্রহণের ৩০ দিনের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
ব্রিটিশ অর্থমন্ত্রী তার বাজেট পরিকল্পনায় দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বৃদ্ধির হার দ্বিগুণ করার সঙ্গে সঙ্গে গৃহস্থালি ও ব্যবসা প্রতিষ্ঠানে জ্বালানি বিল দিয়ে সহায়তা করার কথা বলেছেন। শুধু এই আর্থিক বছরে সরকারি ঋণ ইস্যুতে অতিরিক্ত ৭২ বিলিয়ন পাউন্ড (৭৭ দশমিক ১৭ বিলিয়ন) প্রয়োজন।
এরপর আইএমএফ জানায়, এমন প্রস্তাব বৈষম্য বৃদ্ধি করবে ও এটি জাতীয় নীতিকে প্রশ্নের মুখে দাঁড় করছে। আইএমএফের একজন মুখপাত্র বলেন, ব্রিটেন সহ অনেক দেশে উচ্চ মূল্যস্ফীতির চাপের কারণে, আমরা এই সন্ধিক্ষণে বড় এবং লক্ষ্যহীন আর্থিক প্যাকেজগুলোর সুপারিশ করি না। এটি আইএমফের পলিসির সঙ্গে সামঞ্জস্য নয়’।