ক্যানিংয়ে মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে রক্তদান করলেন সিভিক ভলেন্টিয়ার

- আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 28
কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং : মানবিক উদ্যোগ গ্রহণ করলেন এক সিভিক ভলেন্টিয়ার। মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে রক্তদান করলেন। বৃহষ্পতিবার দুপুর ঘটনাটি ঘটেছে ক্যানিং এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে বাসন্তীর সরবেড়িয়া গ্রামের বাসিন্দা মুসলিমা গাজী। তাঁর বছর আট বয়সের ছেলে মস্তাকিন গাজী। মস্তাকিন থ্যালাসেমিয়ায় আক্রান্ত। প্রয়োজন O+ গ্রুপের রক্ত। ক্যানিং মহকুমা হাসপাতালের রক্ত ভান্ডার প্রায় শূণ্য। সমস্যায় পড়েন রোগীর আত্মীয়।প্রয়োজন ডোনার। ছোট্ট শিশুর প্রাণ বাঁচাতে কি করবেন ভেবে উঠতে পারছিলেন না রোগীর পরিবার। হন্যে হয়ে হাসপাতাল চত্বরে ঘুরছিলেন।
এমন ঘটনা নজরে পড়ে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার শ্যামল বৈদ্য’র। তড়িঘড়ি মুমূর্ষ রোগীর আত্মীয়ের কাছে বিস্তারিত জেনে নেন। রক্তের প্রয়োজন। নিজেদের হোয়াটস্ অ্যাপ গ্রুপে জানায়। গ্রুপে এমন খবর জানতে পেরে উদ্যোগ গ্রহণ করেন ক্যানিং থানার সিভিক ভলেন্টিয়ার শম্ভু সরদার। তিনি ক্যানিং মহকুমা হাসপাতালে আসেন। ব্লাড ব্যাঙ্কে হাজীর হয়ে রক্তদান করেন থ্যালাসেমিয়া আক্রান্ত মুমূর্ষ রোগীর জন্য।
সিভিক ভলেন্টিয়ার শম্ভু সরদার জানিয়েছেন,‘গ্রুপে একটি লেখা পড়ে জানতে পারি জরুরী ভিত্তিতে O+ গ্রুপের রক্তের প্রয়োজন। আমার O+ গ্রুপ। রক্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে তড়িঘড়ি রক্তদান করেছি।প্রয়োজনে আগামী দিনেও এমন কাজের জন্য অগ্রণী ভূমিকা গ্রহণ করবো। ’
রক্ত পেয়ে খুশি মস্তাকিনের মা মুসলিমা গাজী। তিনি সিভিক ভলেন্টিয়ার কে ধন্যবাদ জানিয়েছে। সিভিক ভলেন্টিয়ারের এমন মানবিক উদ্যোগ প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের স্ত্রী বিশেষঞ্জ চিকিৎসক ডাঃ সুরেশ সরদার জানিয়েছেন, ‘ এমনটা খুবই ভালো উদ্যোগ। মানুষ মানুষের জন্য সেটাই প্রমাণ করলেন ক্যানিং থানার সিভিক ভলেন্টিয়ার। শুধু তাই নয় স্বামীজী বলেছিলেন ‘জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর’। রক্ত তৈরী হয় না দান করলেই তবে সমস্যার সুরাহ সম্ভব। সাধারণের কাছে আমার আবেদন, সকল ব্যক্তি সিভিক ভলেন্টিয়ারের মত এমন মানবিক কাজে এগিয়ে আসুন।’
অন্যদিকে এমন ঘটনা প্রসঙ্গে ক্যানিং থানার আই সি সৌগত ঘোষ জানিয়েছে, ‘পুলিশ প্রশাসন কিংবা সিভিক ভলেন্টিয়ার সম্পর্কে অনেকেই খারাপ মন্তব্য করে থাকেন।পুলিশ প্রশাসন সাধারণ মানুষের পাশে থেকে অনবরত যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কাজ করে চলেছেন,তার উজ্জ্বল দৃষ্টান্ত সিভিক ভলেন্টিয়ার শম্ভু সরদার। তাছাড়া পুলিশ প্রশাসন সর্বদাই সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন।যতই গুঞ্জন হোক না কেন সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে আগামী দিনেও এমন কর্মযঞ্জ চলতে থাকবে।’