মাদ্রাসা শিক্ষকদের ডেপুটেশন

- আপডেট : ২৬ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
- / 333
পুবের কলম প্রতিবেদক : পশ্চিমবঙ্গ আন-এডেড রিকগনাইস্ট মাদ্রাসা সংগঠনের পক্ষ থেকে ডব্লিউবিএমডিএফসি অফিসের ভোকেশনাল বিভাগ, এম এ অ্যান্ড এম ই, সল্টলেক-এর চেয়ারম্যান রফিকুল আলমের কাছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের পরবর্তী পদক্ষেপ নেওয়ার ব্যাপারে কিছু দাবি সংবলিত সুপারিশ পেশ করা হয়, রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর মানবিক দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীর শিক্ষা ব্যবস্থার অনুকূল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আবেদন জানান।
সঙ্গে আরো আবেদন করেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষাকর্মীবৃন্দ তাঁদের জীবিকা নির্বাহ করার জন্য ন্যূনতম সাম্মানিক প্রদান করে অতিদ্রুত ব্যবস্থা করা হয়, মানবিক মুখ্যমন্ত্রী, জনদরদি শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষিত আনুমানিক ৭০০ আন-এডেড মাদ্রাসার অনুমোদন দেওয়ার কথা ছিল, তা এখন পর্যন্ত অর্ধেক পূরণ হয়েছে। বাকি মাদ্রাসাগুলি, সেগুলি পরিদর্শন করে রিপোর্ট মাদ্রাসা বোর্ডে জমা আছে।
সেগুলি অতিদ্রুত অনুমোদন দিয়ে সামগ্রিকভাবে সব মাদ্রাসাগুলি যেন ভালোভাবে চালনা করা যায় সরকারি প্রকল্পগুলির আওতায় এনে ছাত্রছাত্রীদের পড়াশুনার সুযোগ করে দেওয়া যায়— এ ব্যাপারে চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন। আগামীদিনে মাদ্রাসা দফতরের মুখ্যসচিব পিবি সেলিমের সঙ্গে দেখা করে কীভাবে তাঁদের সুপারিশগুলি সুসম্পন্ন করা যায় সে ব্যাপারে আলোচনায় বসবেন বলে দাবি করেন।
এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন রুকনুদ্দিন লস্কর, আবদুস সাত্তার গোলদার, সাইফুল ইসলাম, মুজিবর রহমান, নাসিব মোল্লা, সহিদুল্লা খাঁন, আতিয়ার মোল্লা, …… গাজী, নুরভক্ত পাইক প্রমুখ।