০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শুধু ঘোষণা দিয়ে কিছু হবে না, ইসরাইলের সঙ্গে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কও বন্ধ করতে হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

সুস্মিতা
  • আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
  • / 454

পুবের কলম ওয়েবডেস্ক: কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি এ হামলাকে “বেপরোয়া উসকানি” আখ্যা দিয়ে বলেন, এটি পুরো অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, “ইসরাইল প্রকাশ্যে ঘোষণা করেছে, কখনও ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। আমাদের স্পষ্টভাবে বলতে হবে, এটি স্থায়ী বর্ণবাদের ঘোষণা।” তিনি মনে করিয়ে দেন, এই অবস্থান জাতিসংঘের একের পর এক প্রস্তাব এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের সরাসরি প্রত্যাখ্যান।

আরও পড়ুন: আমি কোনও দুর্নীতি চাই না: আনোয়ার

তিনি আরো বলেন, নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র (ইসরাইলি) বন্ধ করা যাবে না। শুধু ঘোষণা দিয়ে ফিলিস্তিনকে মুক্ত করতে পারবেন না। ইসরাইলের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তাদের সঙ্গে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কও বন্ধ করতে হবে। তিনি আন্তর্জাতিক মহলকে আহ্বান জানান, ফিলিস্তিনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শুধু ঘোষণা দিয়ে কিছু হবে না, ইসরাইলের সঙ্গে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কও বন্ধ করতে হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি এ হামলাকে “বেপরোয়া উসকানি” আখ্যা দিয়ে বলেন, এটি পুরো অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, “ইসরাইল প্রকাশ্যে ঘোষণা করেছে, কখনও ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। আমাদের স্পষ্টভাবে বলতে হবে, এটি স্থায়ী বর্ণবাদের ঘোষণা।” তিনি মনে করিয়ে দেন, এই অবস্থান জাতিসংঘের একের পর এক প্রস্তাব এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের সরাসরি প্রত্যাখ্যান।

আরও পড়ুন: আমি কোনও দুর্নীতি চাই না: আনোয়ার

তিনি আরো বলেন, নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র (ইসরাইলি) বন্ধ করা যাবে না। শুধু ঘোষণা দিয়ে ফিলিস্তিনকে মুক্ত করতে পারবেন না। ইসরাইলের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তাদের সঙ্গে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কও বন্ধ করতে হবে। তিনি আন্তর্জাতিক মহলকে আহ্বান জানান, ফিলিস্তিনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য।