১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খড়্গপুর আইআইটিতে পড়ুয়ার রহস্যমৃত্যু

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ জুলাই ২০২৫, শুক্রবার
  • / 32

পুবের কলম প্রতিবেদক: আইআইটি খড়্গপুরের এক পড়ুয়ার রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম ঋতম মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেক্যানিকাল বিভাগে চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন ঋতম।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার পৌনে ১২টা নাগাদ পুলিশ খবর পেয়ে ক্যাম্পাসেরই একটি ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে ঋতমের। নিহতের বাড়ি কলকাতার রিজেন্ট পার্ক এলাকায়। ঘটনার কিছু আগেই ঋতমের বাবা-মা আইআইটির সিকিওরিটি রুমে ফোন করেছিলেন। তদন্তকারীদের প্রাথমিক অনুমান ওই পড়ুয়া আত্মহত্যা করেছেন।

প্রসঙ্গত, চলতি বছরেই, এখনও পর্যন্ত–দেশের প্রাচীনতম আইআইটিতে চারজন ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত তিনবছরেও একাধিক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে। একের পর এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে প্রশ্নের মুখে পড়েছে খড়্গপুর আইআইটি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খড়্গপুর আইআইটিতে পড়ুয়ার রহস্যমৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০২৫, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: আইআইটি খড়্গপুরের এক পড়ুয়ার রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম ঋতম মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেক্যানিকাল বিভাগে চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন ঋতম।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার পৌনে ১২টা নাগাদ পুলিশ খবর পেয়ে ক্যাম্পাসেরই একটি ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে ঋতমের। নিহতের বাড়ি কলকাতার রিজেন্ট পার্ক এলাকায়। ঘটনার কিছু আগেই ঋতমের বাবা-মা আইআইটির সিকিওরিটি রুমে ফোন করেছিলেন। তদন্তকারীদের প্রাথমিক অনুমান ওই পড়ুয়া আত্মহত্যা করেছেন।

প্রসঙ্গত, চলতি বছরেই, এখনও পর্যন্ত–দেশের প্রাচীনতম আইআইটিতে চারজন ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত তিনবছরেও একাধিক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে। একের পর এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে প্রশ্নের মুখে পড়েছে খড়্গপুর আইআইটি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।