৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টিভেজা কলকাতায় ম্যান্ডেভিলা গার্ডেন্সে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে ফিরহাদ হাকিম

পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার রাত থেকে টানা অতি গভীর নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা যখন স্বাভাবিক ছন্দে ফিরতে লড়াই করছে, ঠিক তখনই শহরের ম্যান্ডেভিলা গার্ডেন্সে একটি দোকানে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

অগ্নিকাণ্ড ও আগুন নেভানোর প্রচেষ্টা

জানা যায়, মঙ্গলবার সকালে ম্যান্ডেভিলা গার্ডেন্স-এর বাজারের একটি দোকানে প্রথম আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ভরে যায় পুরো এলাকা। খবর পেয়ে প্রথমে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু ঘিঞ্জি এলাকা এবং জলমগ্ন পরিস্থিতির কারণে দমকল কর্মীদের আগুন নেভানোর কাজে বেশ বেগ পেতে হয়। একটি দোকানে লাগা আগুন দ্রুত পাশের আরও একটি দোকানে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছনোর পর মেয়র ফিরহাদ হাকিম দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কারণ ও ক্ষয়ক্ষতির অনুমান

দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর ফরেনসিক টিম এসে তদন্ত করলে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে। এই অগ্নিকাণ্ডে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে এমন একটি দুর্ঘটনা শহরের মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে, অশুভ শক্তির বিনাশ হোক: এসআইআর নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বৃষ্টিভেজা কলকাতায় ম্যান্ডেভিলা গার্ডেন্সে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে ফিরহাদ হাকিম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার রাত থেকে টানা অতি গভীর নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা যখন স্বাভাবিক ছন্দে ফিরতে লড়াই করছে, ঠিক তখনই শহরের ম্যান্ডেভিলা গার্ডেন্সে একটি দোকানে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

অগ্নিকাণ্ড ও আগুন নেভানোর প্রচেষ্টা

জানা যায়, মঙ্গলবার সকালে ম্যান্ডেভিলা গার্ডেন্স-এর বাজারের একটি দোকানে প্রথম আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ভরে যায় পুরো এলাকা। খবর পেয়ে প্রথমে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু ঘিঞ্জি এলাকা এবং জলমগ্ন পরিস্থিতির কারণে দমকল কর্মীদের আগুন নেভানোর কাজে বেশ বেগ পেতে হয়। একটি দোকানে লাগা আগুন দ্রুত পাশের আরও একটি দোকানে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছনোর পর মেয়র ফিরহাদ হাকিম দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কারণ ও ক্ষয়ক্ষতির অনুমান

দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর ফরেনসিক টিম এসে তদন্ত করলে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে। এই অগ্নিকাণ্ডে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে এমন একটি দুর্ঘটনা শহরের মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।