পুবের কলম ওয়েবডেস্ক: উৎসবের মরশুমেও বেড়ে চলেছে পেট্রো পন্যের দাম। স্বস্তি নেই আমজনতার। ক্রামাগত বেড়েই চলেছে জ্বালানির দাম। ষষ্ঠীর পর নবমীতেও বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।
নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও আকাশছোঁয়া। নাভিশ্বাস গৃহস্থের।
বৃহস্পতিবার নবমীর সকালে পেট্রোলের দাম বাড়ল ৩৫ পয়সা। তার ফলে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে দাঁড়াল ১০৪ টাকা ৭৯ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম ৯৩ টাকা ৫২ পয়সা। মুম্বইতে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ১১০ টাকা ৭৫ পয়সা এবং ১০১ টাকা ৪০ পয়সা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫ টাকা ৪৩ পয়সা এবং ডিজেলের দাম ৯৬ টাকা ৬৩ পয়সা। চেন্নাইতে পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০২ টাকা ১০ পয়সা। ডিজেলের দাম ৯৭ টাকা ৯৩ পয়সা।
০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
অগ্নিমূল্য জ্বালানি, দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের
-
সুস্মিতা - আপডেট : ১৪ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার
- 61
ট্যাগ :
Fuel prices
সর্বধিক পাঠিত



















