০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুললেন গাভাসকর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ নভেম্বর ২০২১, সোমবার
  • / 37

পুবের কলম, ওয়েব ডেস্কঃ টি -২০ বিশ্বকাপে রবিবার নিউজিল্যান্ডের কাছে হারের পরে ভারতের সেমিফাইনালে ওঠার আশা প্রায় শেষ হওয়ার মুহূর্তে। এর আগে পাকিস্তানের কাছেও হেরেছে কোহলি ব্রিগেড। যেখানে জয় ছাড়া কোনও পথ নেই– সেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত কোনও লড়াই-ই করতে পারেনি। কিন্তু কেন এই হাল?  এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেশের প্রাক্তন তারকা সুনীল গাভাসকর দায়ী করছেন–   ভারতের ব্যাটিং অর্ডারকে। ব্যাটিং অর্ডারে রোহিত শর্মা এবং বিরাট কোহলির পরে নামা ভুল হয়েছে বলে মনে করছেন তিনি। 

আরও পড়ুনঃ Breaking: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল সংসদ

ম্যাচ শেষে গাভাসকর বলেন– ‘আমি জানি না–  কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিত শর্মার মত বড় ব্যাটারকে তিনে পাঠানো হল। কোহলি নিজে নামছে চার নম্বরে। ইশান কিশানের মত তরুণকে ওপেন করতে পাঠানো হল–  যে সিদ্ধান্ত একদমই কাজে আসেনি।’

তিন নম্বরে নামানোর জন্য রোহিত শর্মার আত্মবিশ্বাসে চিড় ধরতে পারে বলে মনে করছেন গাভসকর। ‘এই সিদ্ধান্তের ফলে রোহিতকে বুঝিয়ে দেওয়া হল–  ট্রেন্ট বোল্টের মত বাঁ-হাতি বোলিংয়ের সামনে দল তোমার ওপর ভরসা রাখতে পারছে না। এই রকম করা হলে সংশ্লিষ্ট ক্রিকেটারেরও মনে হতে পারে–  সত্যি হয়তো আমার ক্ষমতা নেই।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুললেন গাভাসকর

আপডেট : ১ নভেম্বর ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ টি -২০ বিশ্বকাপে রবিবার নিউজিল্যান্ডের কাছে হারের পরে ভারতের সেমিফাইনালে ওঠার আশা প্রায় শেষ হওয়ার মুহূর্তে। এর আগে পাকিস্তানের কাছেও হেরেছে কোহলি ব্রিগেড। যেখানে জয় ছাড়া কোনও পথ নেই– সেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত কোনও লড়াই-ই করতে পারেনি। কিন্তু কেন এই হাল?  এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেশের প্রাক্তন তারকা সুনীল গাভাসকর দায়ী করছেন–   ভারতের ব্যাটিং অর্ডারকে। ব্যাটিং অর্ডারে রোহিত শর্মা এবং বিরাট কোহলির পরে নামা ভুল হয়েছে বলে মনে করছেন তিনি। 

আরও পড়ুনঃ Breaking: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল সংসদ

ম্যাচ শেষে গাভাসকর বলেন– ‘আমি জানি না–  কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিত শর্মার মত বড় ব্যাটারকে তিনে পাঠানো হল। কোহলি নিজে নামছে চার নম্বরে। ইশান কিশানের মত তরুণকে ওপেন করতে পাঠানো হল–  যে সিদ্ধান্ত একদমই কাজে আসেনি।’

তিন নম্বরে নামানোর জন্য রোহিত শর্মার আত্মবিশ্বাসে চিড় ধরতে পারে বলে মনে করছেন গাভসকর। ‘এই সিদ্ধান্তের ফলে রোহিতকে বুঝিয়ে দেওয়া হল–  ট্রেন্ট বোল্টের মত বাঁ-হাতি বোলিংয়ের সামনে দল তোমার ওপর ভরসা রাখতে পারছে না। এই রকম করা হলে সংশ্লিষ্ট ক্রিকেটারেরও মনে হতে পারে–  সত্যি হয়তো আমার ক্ষমতা নেই।’