০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মন পবিত্র রাখতে গোবর খেলেন হরিয়ানার চিকিৎসক! ভাইরাল ভিডিও

পুবের কলম
  • আপডেট : ১৮ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 10

পুবের কলম, ওয়েবডেস্কঃ শরীর, মন, আত্মা পবিত্র ও শুদ্ধ রাখার জন্য গোবর খেলেন হরিয়ানার এক চিকিৎসক! খাওয়ার পরে সেই চিকিৎসকের যুক্তি ‘তন মন পবিত্র হো যায়েগা’ অর্থাৎ শরীর মন পবিত্র থাকবে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। যার ভিউয়ার ২ লাখ ছাড়িয়েছে।

ওই চিকিৎসকের নাম মনোজ মিত্তল। মনোজ মিত্তল একজন এমবিবিএস এমডি। হরিয়ানার কার্নালে তিনি একজন শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। সোশ্যাল মিডিয়ায় ডা. মনোজ মিত্তল গোরুর গোবর খাওয়ার উপকারিতা ব্যাখ্যা করতে শোনা যায়। ভিডিওতে দেখা গেছে, চিকিৎসক বলছেন গরুর গোবর ‘পঞ্চগব্য’ বা পাঁচটি উপাদান দিয়ে তৈরি। তারপরেই গোবর খেতে দেখা যায়।

চিকিৎসক মনোজ মিত্তল বলেন, ‘উপোসের সময় তিনি তাঁর মাকে গোবর খেতে দেখেছিলেন। এছাড়াও গোবর নিয়মিত খেলে আমাদের মন ও আত্মাকে শুদ্ধ রাখে। আমাদের শরীরকেও পরিশুদ্ধ করে।’ প্রথমে এই ভিডিও শুধুমাত্র হরিয়ানার মধ্যেই ভাইরাল হয়। তার পরে সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রায় ২ লাখেরও বেশি ভিউ হয়েছে। ইতিমধ্যেই কমেন্ট ছেয়ে গেছে। এক জন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কমেন্ট করেছেন, ‘ভাই এমনভাবে গোবর খাছেন, দেখে মনে হচ্ছে উনি যেমন রাজমা-চাউল খাচ্ছেন’।    

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মন পবিত্র রাখতে গোবর খেলেন হরিয়ানার চিকিৎসক! ভাইরাল ভিডিও

আপডেট : ১৮ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ শরীর, মন, আত্মা পবিত্র ও শুদ্ধ রাখার জন্য গোবর খেলেন হরিয়ানার এক চিকিৎসক! খাওয়ার পরে সেই চিকিৎসকের যুক্তি ‘তন মন পবিত্র হো যায়েগা’ অর্থাৎ শরীর মন পবিত্র থাকবে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। যার ভিউয়ার ২ লাখ ছাড়িয়েছে।

ওই চিকিৎসকের নাম মনোজ মিত্তল। মনোজ মিত্তল একজন এমবিবিএস এমডি। হরিয়ানার কার্নালে তিনি একজন শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। সোশ্যাল মিডিয়ায় ডা. মনোজ মিত্তল গোরুর গোবর খাওয়ার উপকারিতা ব্যাখ্যা করতে শোনা যায়। ভিডিওতে দেখা গেছে, চিকিৎসক বলছেন গরুর গোবর ‘পঞ্চগব্য’ বা পাঁচটি উপাদান দিয়ে তৈরি। তারপরেই গোবর খেতে দেখা যায়।

চিকিৎসক মনোজ মিত্তল বলেন, ‘উপোসের সময় তিনি তাঁর মাকে গোবর খেতে দেখেছিলেন। এছাড়াও গোবর নিয়মিত খেলে আমাদের মন ও আত্মাকে শুদ্ধ রাখে। আমাদের শরীরকেও পরিশুদ্ধ করে।’ প্রথমে এই ভিডিও শুধুমাত্র হরিয়ানার মধ্যেই ভাইরাল হয়। তার পরে সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রায় ২ লাখেরও বেশি ভিউ হয়েছে। ইতিমধ্যেই কমেন্ট ছেয়ে গেছে। এক জন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কমেন্ট করেছেন, ‘ভাই এমনভাবে গোবর খাছেন, দেখে মনে হচ্ছে উনি যেমন রাজমা-চাউল খাচ্ছেন’।