পুবের কলম প্রতিবেদক: স্ত্রী ও এক মেয়েকে রেখে প্রয়াত হয়ে ছিলেন সুধাংশু ঘোষ নামে সল্টলেকের এক বেসরকারি কর্মচারী। এরই মাসখানেক পর জৈনিক ব্যক্তির স্ত্রী সুপর্ণা ঘোষ (৫৫) ও তার মেয়ে স্নেহা ঘোষ (২১)-এর আত্মহননের ঘটনা। শুক্রবার সকালে সল্টলেকে জোড়া মৃত্যুর ঘটনায় ছড়াল চাঞ্চল্য। মেয়ে ডিভোর্সি। এরপর মায়ের সঙ্গে থাকতেন একটি বেসরকারি সংস্থায় কর্মরত স্নেহা। প্রাথমিক তদন্ত পুলিশ মনে করছে যে, মানসিক অবসাদের জেরেই বিষ পান করে আত্মঘাতী হয়েছেন মা ও মেয়ে। দেহের পাশে মিলেছে একটি সুইসাইড নোট। সেই সুইসাইড নোটে আর্থিক অনটন ও অনিশ্চিত ভবিষ্যতের কথা লেখা রয়েছে। তার সঙ্গে উদ্ধার হয়েছে একটি খামে ভরা নগদ ২০ হাজার টাকাও। দেহ দুটি উদ্ধার করে ময়নতদন্তে পাঠিয়েছে বিধাননগর উত্তর থানার পুলিশ।
বিধাননগর কমিশনার পুলিশের একটি সূত্রে খবর, সল্টলেকের সিডি ১৭৪ ব্লকের ঘোষ বাড়ির তিন তলা থেকে দুই মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিন প্রথমে সংশ্লিষ্ট বাড়ির উপরের ঘর তিনতলা থেকে ক্রমাগত জল পড়তে দেখেন প্রতিবেশীরা। সে দৃশ্য দেখে সুপর্ণাদেবীকে দীর্ঘ ডাকাডাকি করেন পড়শিরা। কিন্তু তাতে কোনও সাড়াশব্দ মেলেনি। খবর পেয়ে বন্ধু-বান্ধবীরা স্নেহার মোবাইলে বারংবার রিং করতে থাকে। সেই মোবাইল ফোন দীর্ঘক্ষণ বেজে গেলও ওপার থেকে স্নেহার কোনও সাড়া মেলেনি। এর ফলে ক্রমশ ঘনীভূত হতে থাকে হয় ধোঁয়াশা। খবর পাঠান হয় বিধাননগর উত্তর থানার পুলিশ। তারা ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজায় খোলার চেষ্টা করে। তাদের কোনও সাড়া না মেলায়, দরজা ভেঙে ঘরে ঢোকে পুলিশ। আর সেই বদ্ধ ঘরের ভেতর থেকে মা সুপর্ণা ঘোষ ও মেয়ে স্নেহার নিথর দেহ উদ্ধার হয়।





































