১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘আবার ইসলামাবাদে ফিরে আসব’ নির্বাচন চেয়ে সরকারকে ৬ দিনের সময় ইমরানের

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ মে ২০২২, বৃহস্পতিবার
  • / 74

পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী ছয় দিনের মধ্যে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার জন্য ক্ষমতাসীন জোট সরকারকে আল্টিমেটাম দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ৬ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঠিক না করলে পুনরায় ইসলামাবাদে লং মার্চের ঘোষণা করেছেন তিনি। বুধবার ইমরান খান তার সমর্থকদের নিয়ে ইসলামাবাদের উদ্দেশ্যে ‘লং মার্চ’ করেন। কিন্তু এ লং মার্চকে বানচাল করতে হাজারো সমর্থকদের গ্রেফতারের পাশাপাশি দিনভর নানা নাটকীয়তা চলে। বৃহস্পতিবার ভোরে দেশটির জিন্নাহ অ্যাভিনিউতে এক ভাষণে সরকারকে আগামী জুনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান ইমরান খান। তিনি জানান, করাচিতে তাঁর দলের ৩ সমর্থক প্রাণ হারিয়েছেন। এ ছাড়া, ব্রিজ থেকে দুই কর্মীকে পানিতে ছুড়ে ফেলা হয়েছে। আগামী ৬ দিনের মধ্যে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার আল্টিমেটাম দিয়ে ইসলামাবাদের বানি গালাতে ফিরে যান ইমরান। এর আগে মনে করা হচ্ছিল, সমর্থকদের নিয়ে ইসলামাবাদে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করতে পারেন ইমরান খান। কিন্তু অবস্থান-কর্মসূচি পালন না করেই তিনি ফিরে যান। ইসলামাবাদে ইমরানের সমর্থকদের ঠেকাতে নিরাপত্তার চাদরে পুরো এলাকা ঢেকে রেখেছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তা সত্ত্বেও রেড জোন এলাকায় প্রবেশ করে ইমরান খানের সমর্থকরা। আজাদি মার্চের অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ইমরান খান বলেন, ‘সরকারকে বার্তা দিচ্ছি, ছয় দিনের মধ্যে এই পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ঘোষণা না দিলে এই সময়সীমার পর আমি আবার ইসলামাবাদে আসব।’ আরও বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছিলাম, নতুন নির্বাচনের ঘোষণা না দেওয়া পর্যন্ত এই রেড জোনে অবস্থান ধর্মঘট করব। কিন্তু গত ২৪ ঘণ্টায় যা দেখলাম, তাতে মনে হচ্ছে, সরকার দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়। আমি এবং আমার সমর্থকরা যদি এখানে অবস্থান ধর্মঘট শুরু করি, তাহলে তাদের আরও সুবিধা করে দেওয়া হবে।’ তিনি বলেন, ‘আমাদের এই আজাদি মার্চে ব্যাঘাত ঘটাতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শান্তিপূর্ণ বিক্ষোভে তারা টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। আমাদের বাড়ি-ঘরে অভিযান চালিয়ে তছনছ করেছে।’ ইমরানের সমর্থনে বিক্ষোভকারীরা রেড জোনে অবস্থান করায় পুলিশ-সহ অন্যান্য বাহিনী তাদের ঘিরে রেখেছিল। ইসলামাবাদের পুলিশের মহাপরিদর্শক ড. আকবর নাসির ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সেখান থেকে চলে যাওয়ার পরামর্শ দেন। পরে ধীরে ধীরে রেড জোন থেকে সরে যান বিক্ষোভকারীরা। এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইকে সমাবেশ করার সুযোগ দিতে সরকারের প্রতি নির্দেশনা জারি করে দেশটির সর্বোচ্চ আদালত। সরকারের পদত্যাগ ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে ইমরান খানের নেতৃত্বে ইসলামাবাদ অভিমুখে আজাদি মার্চ শুরু হয় বুধবার। কিন্তু দেশটির বর্তমান সরকার সেখানের রাস্তা বন্ধ করে দিলে পিটিআইয়ের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। গত মঙ্গলবার শাহবাজ সরকার ইমরান খানের মার্চকে নিষিদ্ধ করেছিল।

 

আরও পড়ুন: নেপালে ইতিহাস গড়লেন Sushila Karki, শুভেচ্ছা ভরত – বাংলাদেশের 

আরও পড়ুন: নেপালে ৫ মার্চ নির্বাচন

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘আবার ইসলামাবাদে ফিরে আসব’ নির্বাচন চেয়ে সরকারকে ৬ দিনের সময় ইমরানের

আপডেট : ২৬ মে ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী ছয় দিনের মধ্যে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার জন্য ক্ষমতাসীন জোট সরকারকে আল্টিমেটাম দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ৬ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঠিক না করলে পুনরায় ইসলামাবাদে লং মার্চের ঘোষণা করেছেন তিনি। বুধবার ইমরান খান তার সমর্থকদের নিয়ে ইসলামাবাদের উদ্দেশ্যে ‘লং মার্চ’ করেন। কিন্তু এ লং মার্চকে বানচাল করতে হাজারো সমর্থকদের গ্রেফতারের পাশাপাশি দিনভর নানা নাটকীয়তা চলে। বৃহস্পতিবার ভোরে দেশটির জিন্নাহ অ্যাভিনিউতে এক ভাষণে সরকারকে আগামী জুনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান ইমরান খান। তিনি জানান, করাচিতে তাঁর দলের ৩ সমর্থক প্রাণ হারিয়েছেন। এ ছাড়া, ব্রিজ থেকে দুই কর্মীকে পানিতে ছুড়ে ফেলা হয়েছে। আগামী ৬ দিনের মধ্যে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার আল্টিমেটাম দিয়ে ইসলামাবাদের বানি গালাতে ফিরে যান ইমরান। এর আগে মনে করা হচ্ছিল, সমর্থকদের নিয়ে ইসলামাবাদে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করতে পারেন ইমরান খান। কিন্তু অবস্থান-কর্মসূচি পালন না করেই তিনি ফিরে যান। ইসলামাবাদে ইমরানের সমর্থকদের ঠেকাতে নিরাপত্তার চাদরে পুরো এলাকা ঢেকে রেখেছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তা সত্ত্বেও রেড জোন এলাকায় প্রবেশ করে ইমরান খানের সমর্থকরা। আজাদি মার্চের অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ইমরান খান বলেন, ‘সরকারকে বার্তা দিচ্ছি, ছয় দিনের মধ্যে এই পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ঘোষণা না দিলে এই সময়সীমার পর আমি আবার ইসলামাবাদে আসব।’ আরও বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছিলাম, নতুন নির্বাচনের ঘোষণা না দেওয়া পর্যন্ত এই রেড জোনে অবস্থান ধর্মঘট করব। কিন্তু গত ২৪ ঘণ্টায় যা দেখলাম, তাতে মনে হচ্ছে, সরকার দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়। আমি এবং আমার সমর্থকরা যদি এখানে অবস্থান ধর্মঘট শুরু করি, তাহলে তাদের আরও সুবিধা করে দেওয়া হবে।’ তিনি বলেন, ‘আমাদের এই আজাদি মার্চে ব্যাঘাত ঘটাতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শান্তিপূর্ণ বিক্ষোভে তারা টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। আমাদের বাড়ি-ঘরে অভিযান চালিয়ে তছনছ করেছে।’ ইমরানের সমর্থনে বিক্ষোভকারীরা রেড জোনে অবস্থান করায় পুলিশ-সহ অন্যান্য বাহিনী তাদের ঘিরে রেখেছিল। ইসলামাবাদের পুলিশের মহাপরিদর্শক ড. আকবর নাসির ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সেখান থেকে চলে যাওয়ার পরামর্শ দেন। পরে ধীরে ধীরে রেড জোন থেকে সরে যান বিক্ষোভকারীরা। এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইকে সমাবেশ করার সুযোগ দিতে সরকারের প্রতি নির্দেশনা জারি করে দেশটির সর্বোচ্চ আদালত। সরকারের পদত্যাগ ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে ইমরান খানের নেতৃত্বে ইসলামাবাদ অভিমুখে আজাদি মার্চ শুরু হয় বুধবার। কিন্তু দেশটির বর্তমান সরকার সেখানের রাস্তা বন্ধ করে দিলে পিটিআইয়ের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। গত মঙ্গলবার শাহবাজ সরকার ইমরান খানের মার্চকে নিষিদ্ধ করেছিল।

 

আরও পড়ুন: নেপালে ইতিহাস গড়লেন Sushila Karki, শুভেচ্ছা ভরত – বাংলাদেশের 

আরও পড়ুন: নেপালে ৫ মার্চ নির্বাচন