০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্যারিবিয়ানদের দুরমুশ করে হোয়াইটওয়াশ করল রোহিতের ভারত

মাসুদ আলি
  • আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
  • / 92

পুবের কলম ওয়েবডেস্ক :  দক্ষিণ আফ্রিকা সফরে হোয়াইটওয়াশ হওয়ার পরে সেই বদলা সুদে আসলে মিটিয়ে নিল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। প্ৰথম দুই ওয়ানডে অবলীলায় জেতার পরে ওয়েস্ট ইন্ডিজকে ভারত শেষ একদিনের ম্যাচে হারাল ৯৬ রানে। ভারতের ২৬৫ রানের জবাবে ক্যারিবিয়ানরা গুটিয়ে গেল ১৬৯ রানে।

দ্বিতীয় ওয়ানডের মতই তৃতীয় ম্যাচে বল হাতে ঝলসে উঠলেন প্রসিদ্ধ কৃষ্ণ। ৪ উইকেটের পর এবার তাঁর শিকার সংখ্যা ৩। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওভার পিছু সাড়ে পাঁচের বেশি টার্গেট তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ভারতের পেস ব্যাটারির সামনে ঘায়েল হয়। কৃষ্ণের ৩ উইকেটের পাশাপাশি মহম্মদ সিরাজ নেন ২ উইকেট। দীপক চাহারের সংগ্রহে জোড়া শিকার। সিরিজের প্ৰথম ম্যাচে খেলতে নেমে দুটো আউট করলেন কুলদীপ যাদবও।

আরও পড়ুন: ভারতীয় দল বাড়তি সুবিধা পাচ্ছে, অভিযোগ নাসের, আথারটনের

নিয়মরক্ষার ম্যাচেও ক্যারিবিয়ানরা জেতা হল না। ৩৭.১ ওভারে, ১৬৯ রানে অলআউট হল ওয়েস্ট ইন্ডিজ। ৯৬ রানে তৃতীয় ওয়ান ডে ম্যাচ জিতল ভারত। ৩টি করে উইকেট নিয়েছেন প্রসিধ কৃষ্ণ ও মহম্মদ সিরাজ। ২টি করে উইকেট পেয়েছেন কুলদীপ যাদব ও দীপক চাহার। কোনও উইকেট পাননি ওয়াশিংটন সুন্দর।

আরও পড়ুন: ম্যাচ জিতে বিরাটকে নিশানা রোহিতের

গত মাসের শেষেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছিল ভারত। আর কয়েক দিনের ব্যবধানে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। শুক্রবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শেষ ম্যাচে ৯৬ রানে জয় ছিনিয়ে নিল ভারত। ৩ ম্যাচের ওডিআই সিরিজ ৩-০ জিতে নিল রোহিত ব্রিগেড।

আরও পড়ুন: দুর্ঘটনায় পড়া যুবকের প্রাণ বাঁচালেন মুহাম্মদ শামি

টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন রোহিত। প্রথম সারির ব্যাটসম্যানেরা ব্যর্থ হলেও মিডল অর্ডারে লড়াই করেন পন্ত এবং শ্রেয়স আইয়ার জুটি। ১১০ রানে পার্টনারশিপ করে এই জুটি। পন্ত ৫৬ এবং শ্রেয়স ৮০ করে আউট হলে, তার পর হাল ধরেন দীপক চাহার এবং ওয়াশিংটন সুন্দর। ৩৮ বলে ৩৮ করেন দীপক চাহার। ৩৪ বলে ৩৩ রান করেন ওয়াশিংটন সুন্দর। নির্দিষ্ট ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৬৫ রান করে ভারত।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্যারিবিয়ানদের দুরমুশ করে হোয়াইটওয়াশ করল রোহিতের ভারত

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক :  দক্ষিণ আফ্রিকা সফরে হোয়াইটওয়াশ হওয়ার পরে সেই বদলা সুদে আসলে মিটিয়ে নিল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। প্ৰথম দুই ওয়ানডে অবলীলায় জেতার পরে ওয়েস্ট ইন্ডিজকে ভারত শেষ একদিনের ম্যাচে হারাল ৯৬ রানে। ভারতের ২৬৫ রানের জবাবে ক্যারিবিয়ানরা গুটিয়ে গেল ১৬৯ রানে।

দ্বিতীয় ওয়ানডের মতই তৃতীয় ম্যাচে বল হাতে ঝলসে উঠলেন প্রসিদ্ধ কৃষ্ণ। ৪ উইকেটের পর এবার তাঁর শিকার সংখ্যা ৩। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওভার পিছু সাড়ে পাঁচের বেশি টার্গেট তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ভারতের পেস ব্যাটারির সামনে ঘায়েল হয়। কৃষ্ণের ৩ উইকেটের পাশাপাশি মহম্মদ সিরাজ নেন ২ উইকেট। দীপক চাহারের সংগ্রহে জোড়া শিকার। সিরিজের প্ৰথম ম্যাচে খেলতে নেমে দুটো আউট করলেন কুলদীপ যাদবও।

আরও পড়ুন: ভারতীয় দল বাড়তি সুবিধা পাচ্ছে, অভিযোগ নাসের, আথারটনের

নিয়মরক্ষার ম্যাচেও ক্যারিবিয়ানরা জেতা হল না। ৩৭.১ ওভারে, ১৬৯ রানে অলআউট হল ওয়েস্ট ইন্ডিজ। ৯৬ রানে তৃতীয় ওয়ান ডে ম্যাচ জিতল ভারত। ৩টি করে উইকেট নিয়েছেন প্রসিধ কৃষ্ণ ও মহম্মদ সিরাজ। ২টি করে উইকেট পেয়েছেন কুলদীপ যাদব ও দীপক চাহার। কোনও উইকেট পাননি ওয়াশিংটন সুন্দর।

আরও পড়ুন: ম্যাচ জিতে বিরাটকে নিশানা রোহিতের

গত মাসের শেষেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছিল ভারত। আর কয়েক দিনের ব্যবধানে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। শুক্রবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শেষ ম্যাচে ৯৬ রানে জয় ছিনিয়ে নিল ভারত। ৩ ম্যাচের ওডিআই সিরিজ ৩-০ জিতে নিল রোহিত ব্রিগেড।

আরও পড়ুন: দুর্ঘটনায় পড়া যুবকের প্রাণ বাঁচালেন মুহাম্মদ শামি

টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন রোহিত। প্রথম সারির ব্যাটসম্যানেরা ব্যর্থ হলেও মিডল অর্ডারে লড়াই করেন পন্ত এবং শ্রেয়স আইয়ার জুটি। ১১০ রানে পার্টনারশিপ করে এই জুটি। পন্ত ৫৬ এবং শ্রেয়স ৮০ করে আউট হলে, তার পর হাল ধরেন দীপক চাহার এবং ওয়াশিংটন সুন্দর। ৩৮ বলে ৩৮ করেন দীপক চাহার। ৩৪ বলে ৩৩ রান করেন ওয়াশিংটন সুন্দর। নির্দিষ্ট ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৬৫ রান করে ভারত।