পুবের কলম, ওয়েবডেস্ক: রবিবার রাজধানী তেহরানের বাকিয়াতাল্লাহ সেনা হাসপাতালে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি নতুন করোনা ভ্যাকসিনের মোড়ক উন্মোচন করল দেশটির ইসলামি সেনাবাহিনী। নয়া এই ভ্যাকসিনটির নাম দেওয়া হয়েছে ’নূরা’। ’নূরা’ভ্যাকসিন উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআরজিসি কমাণ্ডার জেনারেল হোসেন সালামি এবং স্বাস্থ্যমন্ত্রী সঈদ নামাকি। তাঁরা জানান, ইতিমধ্যেই ভ্যাকসিনটির ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছে। ’নূরা’ ভ্যাকসিনটির আগে অন্তত আরও ৪টি দেশীয় ভ্যাকসিন আবিষ্কার করেছেন ইরানি বিজ্ঞানীরা যেগুলোর মধ্যে দুটি জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে। শনিবার রাশিয়ার স্পুটনিক ভি নামক করোনা ভ্যাকসিনের উৎপাদন শুরু করেছে ইরানের এক কোম্পানি।
০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
দেশীয় প্রযুক্তিতে তৈরি ইরানের নয়া করোনা ভ্যাকসিন ‘নূরা’
-
বিপাশা চক্রবর্তী - আপডেট : ২৯ জুন ২০২১, মঙ্গলবার
- 56
ট্যাগ :
vaccine nura iran
সর্বধিক পাঠিত























