০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নবী দিবস উপলক্ষ্যে হাইস্কুলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 37

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট:  বিশ্বনবী (সা.) এর জীবন আদর্শকে ছাত্র সমাজের মধ্যে তুলে ধরতে এবং সর্বসম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির ভিত মজবুত করতে হাইস্কুলে উদযাপিত হল নবী দিবস উপলক্ষ্যে বিশেষ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

নবী দিবস উপলক্ষ্যে হাইস্কুলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

আরও পড়ুন: মায়ের সঙ্গে বিড়ি বেঁধেই উচ্চমাধ্যমিকে ৯৫.৮ শতাংশ নম্বর রুবিনার, স্বপ্ন শিক্ষিকা হওয়ার

উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারঘরিয়া জিজিপিটি হাই স্কুলে(উ.মা.) বুধবার পালিত হল এই অনুষ্ঠান।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে সাঁওতালি ভাষায় প্রথম বাঁকুড়ার বিবেক সরেন

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বিশিষ্টজনেরা।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের পরই কী রাজ্যে পঞ্চায়েত ভোট, ইঙ্গিত স্পিকারের

মাওলানা রিয়াজুল ইসলাম সরদারের পবিত্র কালাম পাকের ‘সূরা- নাবা’ তাফসীর সহ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় ।

কেরাত, গজল, নাতে রাসুল,   কুইজ প্রতিযোগিতার পাশাপাশি নবী সাঃ এর জীবন আদর্শের উপরে বক্তব্য রাখেন মাওলানা মুশফিকুর রহমান, মাওলানা হাসানুজ্জামান, জুলফিকার রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক মধুসূদন বিশ্বাস, শিক্ষিকা রোজিনা সিনহা চট্টোপাধ্যায় প্রমুখ।

নবী দিবস উপলক্ষ্যে হাইস্কুলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রসঙ্গত, ২০১০  সালে তৎকালীন প্রধান শিক্ষক মধুসূদন বিশ্বাসের উদ্যোগেই এই বিদ্যালয়ে নবী দিবস উপলক্ষে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের সভাপতি আব্দুল বারি সরদার বলেন, সব সম্প্রদায়ের ছেলেমেয়েরা এই বিদ্যালয়ে পড়ে।

বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে যেমন সরস্বতী পূজা উপলক্ষ্যে অনুষ্ঠান করা হয়, তেমনি বিশ্ব নবী দিবস উপলক্ষ্যে আয়োজন করা হয় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্য দিয়ে আমরা সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে চাই।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষার কর মন্ডল বলেন, ধর্মরপেক্ষ এই দেশের সাংবিধানিক অধিকারকে মান্যতা দিয়ে এবং বর্তমান প্রজন্মের মধ্যে হযরত মুহাম্মদ এর মত একজন মহামানবের জীবন চরিত্র ও তাঁর নীতি-আদর্শ এর পারস্পরিক বোঝা পড়ার ক্ষেত্র তৈরি করতে এ ধরনের অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয় শিক্ষক শামসুর সরদার। মাওলানা রবিউল ইসলাম সরদারের মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নবী দিবস উপলক্ষ্যে হাইস্কুলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট:  বিশ্বনবী (সা.) এর জীবন আদর্শকে ছাত্র সমাজের মধ্যে তুলে ধরতে এবং সর্বসম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির ভিত মজবুত করতে হাইস্কুলে উদযাপিত হল নবী দিবস উপলক্ষ্যে বিশেষ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

নবী দিবস উপলক্ষ্যে হাইস্কুলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

আরও পড়ুন: মায়ের সঙ্গে বিড়ি বেঁধেই উচ্চমাধ্যমিকে ৯৫.৮ শতাংশ নম্বর রুবিনার, স্বপ্ন শিক্ষিকা হওয়ার

উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারঘরিয়া জিজিপিটি হাই স্কুলে(উ.মা.) বুধবার পালিত হল এই অনুষ্ঠান।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে সাঁওতালি ভাষায় প্রথম বাঁকুড়ার বিবেক সরেন

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বিশিষ্টজনেরা।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের পরই কী রাজ্যে পঞ্চায়েত ভোট, ইঙ্গিত স্পিকারের

মাওলানা রিয়াজুল ইসলাম সরদারের পবিত্র কালাম পাকের ‘সূরা- নাবা’ তাফসীর সহ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় ।

কেরাত, গজল, নাতে রাসুল,   কুইজ প্রতিযোগিতার পাশাপাশি নবী সাঃ এর জীবন আদর্শের উপরে বক্তব্য রাখেন মাওলানা মুশফিকুর রহমান, মাওলানা হাসানুজ্জামান, জুলফিকার রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক মধুসূদন বিশ্বাস, শিক্ষিকা রোজিনা সিনহা চট্টোপাধ্যায় প্রমুখ।

নবী দিবস উপলক্ষ্যে হাইস্কুলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রসঙ্গত, ২০১০  সালে তৎকালীন প্রধান শিক্ষক মধুসূদন বিশ্বাসের উদ্যোগেই এই বিদ্যালয়ে নবী দিবস উপলক্ষে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের সভাপতি আব্দুল বারি সরদার বলেন, সব সম্প্রদায়ের ছেলেমেয়েরা এই বিদ্যালয়ে পড়ে।

বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে যেমন সরস্বতী পূজা উপলক্ষ্যে অনুষ্ঠান করা হয়, তেমনি বিশ্ব নবী দিবস উপলক্ষ্যে আয়োজন করা হয় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্য দিয়ে আমরা সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে চাই।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষার কর মন্ডল বলেন, ধর্মরপেক্ষ এই দেশের সাংবিধানিক অধিকারকে মান্যতা দিয়ে এবং বর্তমান প্রজন্মের মধ্যে হযরত মুহাম্মদ এর মত একজন মহামানবের জীবন চরিত্র ও তাঁর নীতি-আদর্শ এর পারস্পরিক বোঝা পড়ার ক্ষেত্র তৈরি করতে এ ধরনের অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয় শিক্ষক শামসুর সরদার। মাওলানা রবিউল ইসলাম সরদারের মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।